বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নামিবিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট টি-টোয়েন্টি সিরিজের ভিন্ন আঙ্গিকে ট্রফি উন্মোচন করলো বিসিবি দেশ একটি কঠিন সময় অতিবাহিত করছে : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাবেক এসপি বাবুল আক্তার জামিনে মুক্তি সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা, অস্ত্র লুট ও ১৫ পুলিশ হত্যা মামলার আসামি গ্রেপ্তার চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে সংঘর্ষ ও হত্যার ঘটনায় ২৯ জনের নামে মামলা কাউখালীতে ব্যবসায়ীদের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত  পিরোজপুরে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃবিভাগ চোরচক্রের সক্রিয় ৪ সদস্য গ্রেফতার  নাজিরপুরে মাদ্রারাসা ছাত্রী ধর্ষনের অভিযোগে মামলা নাজিরপুরে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

নওগাঁয় বৈধ জমির মালিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ২.০৫ পিএম
  • ২ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর রানীনগরে বৈধ জমির মালিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগের প্রতিবাদে নওগাঁয় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বুধবার (৪ ডিসেম্বর)  সকাল সাড়ে ১০ টায় নওগাঁ জেলা প্রেস ক্লাবে  সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য রাখেন মো: রফিকুল ইসলাম রকি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৭ নভেম্বরে কয়েকটি পত্রিকায় নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় মাজার ও ঈদগাহ উন্নয়নের টাকা আত্মসাতের অভিযোগের সংবাদ আমার নজরে আসে। প্রকাশিত সংবাদটি শতভাগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তারা বিবাদমান মাজার বা ঈদগাহের কোন পক্ষও নয়। অতীতে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের সময় দলীয় লোকদের ছত্রছায়ায় রানীনগর উপজেলার ভেটুরা মৌজার ৫১৮নং দাগে ঈদগাহের ৩৬ শতাংশ এবং ৫১০নং দাগে ঈদগাহের ৬০ শতাংশ মোট ৯৬ শতাংশ সম্পত্তি জনসাধারণের। বাকী ৫ একর ৮১ শতাংশ সম্পত্তি আকবর আলী প্রামাণিক এর নামে আর এস ৪৪নং খতিয়ান রয়েছে । গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর বিএনপি নামধারী কতিপয় দুষ্কৃতকারীরা আগের দখলবাজদের বিতাড়িত করে নতুন করে ঐ দরগাহ ও ঈদগাহ ব্যতীত আকবর আলী প্রামাণিক নামিয় পুকুরের মাছ লুঠ করে মিথ্যা তথ্য দিয়ে ভূয়া সভাপতি সেজে সংবাদ সম্মেলন করেছে। এতে নতুন করে অত্র এলাকায় এবং জমির বৈধ মালিকদের মধ্যে আতংক বিরাজ করছে।
তিনি আরও বলেন, প্রকৃতঘটনা হলো- ১৯২০ ও ১৯৬২ সালে নওগাঁ জেলার রাণীনগর উপজেলাধীন ভেটুরা মৌজায় ১৭৭ ও ১৭৮ নং দাগের পুকুর ও গোচর উল্লেখপূর্বক মোট ৬ একর ৭৭ শতাংশ জমির মালিক ছিলেন হেতু প্রামানিক ও তার নাতি আকবর আলী প্রামানিক। ৭২ সালের জমি জরিপের সময় অত্র মৌজার ৫১০ নং দাগ ঈদগাহ ও ৫১৮ নং দাগে দরগাহ উল্লেখপূর্বক বাঁকি ৫০৯, ৫১৯ ও ৫২০ নং দাগের মোট ৫ একর ৮১ শতাংশ জমি আকবর আলী প্রামানিকের নামে রেকর্ডভূক্ত হয়।  বিগত ২০০৭ সালে ভেটুরিয়া গ্রামের আব্দুল করিম, চকারপুর গ্রামের আনিছার রহমান বাদী হয়ে ঐ পুকুরের পানি সর্বসাধারনের ব্যবহারের অনুমতি চেয়ে নওগাঁ জজ কোর্টে মামলা দায়ের করেন। ২০১৯ সালে শুধুমাত্র পুকুরের পানি সাধারনের ব্যবহারের পক্ষে কোট রায় দেয়। বিবাদী সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন। মামলাটি এখনো উচ্চ আদালতে চলমান রয়েছে।
২০১৯ সালের মামলার রায়কে কেন্দ্র করে তৎকালীন আওয়ামী সরকারের নামধারী দুষ্কৃতকারী আব্দুল হাকিম গং পুকুরের প্রায় ৩০ লক্ষ টাকার মাছ ও আমাদের লাগানো গাছ এবং শতবর্ষী তেতুল গাছ সহ প্রায় ২০ লক্ষ টাকার গাছ আত্মসাৎ করে। গত ৫ আগষ্ট/২৪ এর পরে বিএনপি নামধারী ভূয়া সভাপতি দাবি করে আব্দুস সামাদ ও তার সহচর ওসমান, মোস্তাফিজুর রহমান সুমন, আজিজার রহমান ও শাহজান আলীসহ আরো অনেকেই প্রায় ১৫ লক্ষ টাকার মাছ লুঠ করে। পরবর্তীতে তারাই আবার ঐ জমি দখলের নীলনকশা স্বরুপ সংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে।
আমি জমির বৈধ মালিক হিসেবে ঈদগাহ ও দরগাহের পার্শ্ববর্তী আমার ৫০৯নং, ৫১৯ নং এবং ৫২০ নং দাগের মোট ৫ একর ৮১ শতাংশ জমি বিনা বাধায় ভোগদখলে আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com