আজ নওগাঁ জেলায় রাণীনগর উপজেলায় ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।
রানীনগর থানা পুলিশ জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ৯টার রানীনগর স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে।
মৃতরা হলো, উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামের বাসিন্দা কোরবান আলী (৪৫) ও তার ১০ বছর বয়সের মেয়ে কোহেলী খাতুন।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোসলেম উদ্দিন জানান, মৃত্যুর সংবাদটি পাওয়ার পর আমি সহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে। সান্তাহার জিআরপি থানা কে খবর দেয়া হলে তারা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে মরদেহ দুটি উদ্ধার করে সান্তাহার জিআরপি নেয়া হয়। পরে লাশ দুটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ওসি আরও জানান, এ বিষয়ে এখনো থানায় কনো অভিযোগ দায়ের হয়নি। তবে কেউ অভিযোগ করলে বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়াও পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে।
Leave a Reply