বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নামিবিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট টি-টোয়েন্টি সিরিজের ভিন্ন আঙ্গিকে ট্রফি উন্মোচন করলো বিসিবি দেশ একটি কঠিন সময় অতিবাহিত করছে : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাবেক এসপি বাবুল আক্তার জামিনে মুক্তি সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা, অস্ত্র লুট ও ১৫ পুলিশ হত্যা মামলার আসামি গ্রেপ্তার চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে সংঘর্ষ ও হত্যার ঘটনায় ২৯ জনের নামে মামলা কাউখালীতে ব্যবসায়ীদের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত  পিরোজপুরে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃবিভাগ চোরচক্রের সক্রিয় ৪ সদস্য গ্রেফতার  নাজিরপুরে মাদ্রারাসা ছাত্রী ধর্ষনের অভিযোগে মামলা নাজিরপুরে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

দেশ একটি কঠিন সময় অতিবাহিত করছে : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৭.১৩ পিএম
  • ০ বার পড়া হয়েছে

বাংলাদেশ একটি কঠিন সময় অতিবাহিত করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সঙ্কট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

বুধবার মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে সনদ দেয়া শেষে তিনি এ আহবান জানান।

প্রধান উপদেষ্টা জানান, শুধু বাংলাদেশেই নয়, চলমান সঙ্কট বৈশ্বিক। যে কোনো সঙ্কট মোকাবিলায় প্রয়োজন আলোচনা ও ঐক্যবদ্ধ হওয়া। বিরোধপূর্ণ অবস্থান সুফল দিতে পারেনা।

এ সময় তিনি দেশের যে কোনো বিপর্যয় থেকে শুরু করে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রসংশা করেন। এই অর্জন অব্যাহত রাখার আহবানও জানান ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৪ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৪ এ অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান।

এসময় জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন।

এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৪ এ ৯৫ জন কোর্স মেম্বার অংশ নেন। যার মধ্যে রয়েছেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৬ জন, বেসামরিক প্রশাসনের ১৬ জন এবং ১৮টি বন্ধুপ্রতীম দেশের ৩৩ জন সদস্য। অন্যদিকে, বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে ৫৫ জন কোর্স মেম্বার ‘আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৪’ সফলতার সঙ্গে সম্পন্ন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com