আগামী ২ মার্চ দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (২ ডিসেম্বর) নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘২০২৫ সালের চূড়ান্ত ভোটার তালিকা ০২ মার্চ প্রকাশ করা হবে।’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম এম নাছির উদ্দিনের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।সানাউল্লাহ বলেন, এ পর্যন্ত ১৭ লাখ যোগ্য মানুষের তথ্য সংগ্রহ করা হয়েছে, যারা ২০২৫ সালের ১ জানুয়ারি নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হবেন।
তিনি বলেন, এর মধ্যে ২০২২ সালে প্রায় ১৩ লাখ প্রস্তাবিত ভোটারের তথ্য সংগ্রহ করা হয় এবং বাকি ৪ লাখ মানুষ বিভিন্ন সময়ে ভোটার হতে নির্বাচন অফিসে এসেছিলেন।
কমিশনার বলেন, আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপনের পর দেশের ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজে যাবে ইসি।তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে প্রচারণার সময় ইতোমধ্যে বাদপড়া ভোটার ও ২০২৬ সালে যারা ভোটার হওয়ার যোগ্য হবেন তাদের তথ্য সংগ্রহ করা হবে।
এরপর এসব প্রস্তাবিত ভোটার- যাদের তথ্য সংগ্রহ করা হবে, তাদেরকে ২০২৬ সালের ভোটার তালিকায় নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। কমিশনার বলেন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ করতে প্রায় ছয় মাস সময় লাগবে।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, প্রতিবছর ২ জানুয়ারি হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়। এরপর ইসি খসড়া তালিকা নিয়ে অভিযোগ পায় এবং অভিযোগ নিষ্পত্তি করে ভোটার তালিকা চূড়ান্ত করে।
অপর তিন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, আবদুর রহমানেল মাসুদ ও বেগম তাহমিদা আহমদ এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply