আল সামাদ রুবেলঃ এমন গল্প নিয়েই বাংলাদেশ টেলিভিশনের নাটক ‘ বৃষ্টিভেজা দুচোখ’। ননি সুলতানার রচনায় এটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্চিতা দত্ত, টুটুল চৌধুরী, খালেকুজ্জামান, মিলি মুন্সি, সিলভিয়া, অরজুমান্দ আরা বকুল, সুভাষ, তমা, মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকে। প্রচারিত হবে গতকাল ৫ নভেম্বর শনিবার রাত ৯টায় বিটিভিতে প্রচার করা হয়েছে। নীরা নামের মেয়েটি ভার্সিটির ছাত্রী। ভীষণ ভালো ছবি আঁকে ও ফটো গ্যালারিতে কাজ করতে ভালোবাসে। এক দুর্ঘটনায় তার মুখ বিবর্ণ হয়ে যায়। নীরা ভীষণ ভেঙে পড়ে কিন্তু অনাবিল আর্থিক সহযোগিতা করে নীরার চিকিৎসা করিয়ে ভালো করে তোলে। অনাবিল নীরাকে ভালোবাসলেও তাকে তা না জানিয়ে নীরব থাকে। এই অন্ধ ভালোবাসাতেই অবশেষে একদিন দু’জন দুজনকে খুঁজে পায়।
Leave a Reply