শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শিক্ষক শিক্ষিকার পাল্টাপাল্টি অভিযোগ,শিক্ষা কার্যক্রম ব্যহত! বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে যোগদান অনুষ্ঠান ফরিদপুরের পূর্ব ট্পােখোলা হতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক ভাঙ্গায় সুশাসন প্রতিষ্ঠা করতে হবে-ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা তুরাগ নদীর আশেপাশে মিছিল-সমাবেশ নিষিদ্ধ-ডিএমপি খুনিদের কোনো অবস্থায় ছাড় দেয়ার অবকাশ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা জুবায়ের ও সাদপন্থি সবাইকে ইজতেমার মাঠ ছাড়ার নির্দেশ সরকারের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১ দিনে ৫ জনের মৃত্যু ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন ব্যাখ্যা চাইলেন ট্রাইব্যুনাল

শিক্ষক শিক্ষিকার পাল্টাপাল্টি অভিযোগ,শিক্ষা কার্যক্রম ব্যহত!

  • আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৯.১২ পিএম
  • ০ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ-লক্ষ্মীপুরে শিক্ষক ও শিক্ষিকা একেঅপরের পাল্টাপাল্টি অভিযোগে ব্যহত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। ঘটনার সুষ্ঠু তদন্তে ফরিদা ইয়াসমিন নামের শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হলেও থামছে না ষড়যন্ত্রের জাল বোনা। এতে করে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়।

ঘটনাটি জেলা পৌরশহরের বালিকা বিদ্যানিকেতনের।

ওই বিদ্যালয়ে দুই শিক্ষকের দ্বন্ধে গত তিন মাস ধরে কাদা ছোঁড়াছুড়িতে শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা বর্জন করে বিদ্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে দেয়।

বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম অনিয়ম ও দুর্নীতির কারনে বরখাস্ত হয়ে বিদ্যালয়ের বাহিরে থাকায় সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিন প্রধান শিক্ষক হওয়ার মনবাসনায় লিটনের নামে নানা কুৎসা রটনা করতে থাকেন।
শিক্ষার্থীরাও দুই পক্ষে বিভক্ত হয়ে নেমেছে সড়ক অবরোধ ও বিক্ষোভে। অভিভাবকরা বলছেন, শিক্ষকদের দ্বন্দ্বে স্কুলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তবে জেলা প্রশাসন জানিয়েছেন এ ঘটনায় ইতিমধ্যে একজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শিক্ষার্থী, অভিবাবক ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার বালিকা বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ ও সহকারী শিক্ষক ফরিদা ইয়াছমিনের দ্বন্ধ এখন প্রকাশ্যে।
ফরিদা ইয়াছমিনের সঙ্গে অন্য শিক্ষকদেরও বৈরী আচরণ হাতাহাতিতে গড়ায়। এনিয়ে শাহাজ আক্তার নামে অপর শিক্ষিকাকে চড় ও লাথি মারায় সভাপতি বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন শাহনাজ। এতে খেসারত দিচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা দাবী করছে ফরিদা ইয়াসমিন প্রাইভেট পড়ানোর জন্য শিক্ষার্থীদের চাপ দেয়। যে প্রাইভেট না পড়ে তাকে নিয়ে ফরিদা বাজে মন্তব্য করেন। মুখোশ বা মাস্ক পরে এলে তা খুলে জানালা দিয়ে ফেলতে বাধ্য করেন। মেয়েদের শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে প্রকাশ্য মন্তব্য করেন। দোষ না পেলেও বেত্রাঘাত করেন।

ফরিদা ইয়াসমিন সুদর্শনা হওয়ার দরুন যাকে তাকে অবহেলা করছেন বলেও অভিযোগ রয়েছে। অনুশীলনের সময় শ্যামলা বা কালো মেয়েকে পিটিতে নিতে চান না ফরিদা। বিভিন্ন অন্যায় ও অনিয়ম নিয়ে কয়েকবার তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেও বিগত দিয়ে রাজনৈতিক নানা প্রভাবশালীর কাছের লোক হওয়ায় কোনো ব্যবস্থা নেয়া হয়নি। যেকারনে ফরিদা আরও বেপরোয়া হয়ে উঠে।
ক্ষমতার পরিবর্তন হলে প্রভাবশালী কাছের লোকেরা পালিয়ে যাওয়ায় শিক্ষার্থীরা চলতি মাসের ৪ ডিসেম্বর বুধবার দিনব্যাপী তারা আন্দোলন করে ফরিদার পদত্যাগ ও শাস্তি দাবী করে। বার্ষিক পরীক্ষা বর্জন করে স্কুল গেটে তালা লাগিয়ে দিয়ে দুপুরে প্রায় দেড় ঘণ্টা পৃথকভাবে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শতাধিক যানবাহন।

পরে শিক্ষার্থীদের তোপের মুখে এবং অভিযোগের ভিত্তিতে ফরিদা ইয়াছমিনকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ বলেন, শিক্ষক ফরিদা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা প্রায়ই আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন। এতে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠে।

তবে এসব অভিযোগের বিষয়ে ক্যামেরায় কোন কথা বলতে রাজি হয়নি অভিযুক্ত সহকারি শিক্ষিকা ফরিদা ইয়াছমিন।

সনাকের লক্ষ্মীপুর জেলা সভাপতি প্রফেসর জেডএম ফারুকী জানান, বিদ্যালয়টিকে আমরা পর্যবেক্ষনে রেখেছি। দুই শিক্ষকে দ্বন্ধের কারনে শিক্ষার্থীরা ভোগান্তির স্বীকার হচ্ছে। অতি দ্রুত দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া না হলে শিক্ষার্থীরা সদূর প্রসারী ক্ষতির সম্মুখীন হবে।

এসব অভিযোগের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সম্রাট খীসা জানান, দুই শিক্ষকের দ্বন্ধে অভিযোগের ভিত্তিতে ফরিদা ইয়াছমিন নামে এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com