বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের নেতৃবৃন্দ বিসিবির ২০ লাখ টাকার চেক পেল সাফজয়ী মেয়েরা আগামী বছরের জানুয়ারিতে যমুনা ডাবল লাইন ডুয়েল গেজ রেল সেতু চালু হবে আগামীকাল সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫জনের মৃত্যু ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু সৌদি যুবরাজের বিরুদ্ধে অভিযোগ তহবিল-ক্ষমতার অপব্যবহারের নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ নির্বাচনী আইন প্রয়োগে পূর্ণ ক্ষমতা চায় ইসি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের সুপারিশ করার বিধান থাকছে না : আইন উপদেষ্টা

২৪ আন্দোলনে গুলির মুখে বুক পেতে দিয়েছি

  • আপডেট সময় শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১.৪৩ এএম
  • ৪৭ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ- লালন গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাহিদা লগ্না। ২০ সেপ্টেম্বর বৈশাখী ফোক লাইভে অংশ নেবেন। সঙ্গে থাকবেন কণ্ঠশিল্পী এস এম আলাউদ্দিন। বৈশাখী টিভিতে প্রচার হবে রাত সাড়ে ৮.০০টায়। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আইনুন পুতুল।
লগ্না এ প্রজন্মের একজন প্রতিভাবান কন্ঠশিল্পী। গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। সঙ্গীত অঙ্গনে সরব উপস্থিতি তার। দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও লগ্নার গান প্রশংসিত হয়ে আসছে। বিভিন্ন টেলিভিশন, রেডিও ও মঞ্চে নিয়মিত গান গাইছেন এ সংগীতশিল্পী।কিন্তু আজ বলবো এক অন্য লগ্নার গল্প। কারণ ২৪-এর গণঅভ্যুত্থানে লগ্নার ভূমিকা অনবদ্য। দেশের সকল শিল্পীরা যখন একেবারেই নিরব ভূমিকা পালন করেছ, সেখানে লগ্নার ভূমিকা ছিল অপরিসীম। গণঅভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় লগ্না ছিল সরব। গুলির মুখে বুক পেতে দিয়েছেন তিনি।
এ নিয়ে লগ্নার সাথে কথা হলে লগ্না জানান, এই দেশটা আমার আর দেশের খারাপ পরিস্থিতিতে ঘরে বসে থাকতে পারিনি। আমার ছোট ভাই-বোনরা যাখন বুলেট বিদ্ধ হয়ে মারা যাচ্ছিল তখন আর নিজেকে ধরে রাখতে পারনি তাই রাজপথে নেমে গিয়েছিলাম। আমার মনে হয়েছে আমার ভাইবোনদের বুকে গুলি চালানোর আগে তারা আমার বুকে গুলি চালাক। নিরস্ত্র কিছু বাচ্চার উপর গুলি চালানোটা ফ্যাসিবাদ সরকারের বর্বরতা ছাড়া কিছুই না! আমি কোনদিন কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না এবং সম্পৃক্ত হবোও না। আমি যতটুকু করেছি তা আমার মানবিকতা থেকে করেছি এবং যারা শিল্পী হিসাবে নিজেদের দাবি করেন তাদের সবারই এতে অংশ নেওয়া প্রয়োজন ছিল।
জিডির বিষয়ে জিজ্ঞাস করলে লগ্না জানান প্রায় একযুগ থেকে কিছু অসাধু মহল আমার ছবি ব্যবহার করে বিভিন্ন ফেসবুক আইডি খুলে অসৎ কাজ করে বেড়াচ্ছে। যার দ্বায়ভার আমি নিবো না। আজকের ব্যাপারটা এতই বেশি করে ফলেছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।আমি আমার দর্শকদের বলবো এসব ফেক আইডি থেকে দূরে থাকুন নইলে সমস্যা আপনারই হবে। এবং যারা এসব করছে তাদের বিরুদ্ধে শুধু জিডি নয়,ভবিষ্যতে আমি আরো কঠোরভাবে আইনগত পদক্ষেপ নিব ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com