মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশে ফিরেছে এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিক রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৩ জন গ্রেফতার মেক্সিকোর মোরেলোস প্রদেশে বন্দুকধারীর গুলিতে ৮ জনের মৃত্যু রাফা শহরে হামলা চালিয়ে হামাসকে নির্মূল করতে পারবে না : এন্টনি ব্লিংকেন চাঁদপুরের দুইটি উপজেলার নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে কোম্পানির যে আয় হচ্ছে তা দিয়েই স্যাটেলাইট প্রতিস্থাপনের খরচ মেটানো যাবে : পররাষ্ট্রমন্ত্রী বাইরের মদদে বিএনপি উত্তেজনা ছড়াবে সেটা মনে করার কোনো কারণ নেই : সেতু মন্ত্রী ইউক্রেন পাল্টা হামলায় কমপক্ষে ১৪ জন রুশ নাগরিক নিহত আগামী ১৫ মে থেকে রাজশাহীর বাজারে পাওয়া যাবে আম হজযাত্রীদের ভিসা প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধির প্রতিশ্রুতি সৌদি রাষ্ট্রদূতের

শিখা কর্মকারের “নয়া মানুষ’

  • আপডেট সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ১১.১৭ পিএম
  • ৩১০ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ শেষের পথে সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’ সিনেমার শুটিংচরের গল্প, মানুষ আর প্রকৃতির অনাবিল সৌন্দর্যের মধ্যেই চলছে তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতির প্রথম সিনেমা ‘নয়া মানুষ’র শুটিং। ছবির শুটিংয় প্রায় শেষের পথে। ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন রওনক হাসান এবং মৌসুমী হামিদ। গত ১৩ অক্টোবর থেকে চলছে সিনেমাটির শুটিং। আ. মা. ম. হাসানুজ্জামানের বেদনার বালুচর গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।এরই মধ্যে সামাজিক যোগাযোগামাধ্যমে দুর্গম চরের শুটিংয়ের ছবি প্রকাশ করে মানুষের আগ্রহ তৈরি করেছেন রওনক হাসান।

তিনি বলেন, চরিত্রটা আমার জন্য খুব উপভোগ্য। পাশাপাশি যে চরে শুটিং করছি সেটা খুব সুন্দর। সবমিলিয়ে ভালো লাগছে। টিমের সবাই আন্তরিকতার সঙ্গে সব কষ্ট ভুলে কাজ করে যাচ্ছেন।শেষের পথে সোহেল রানার বয়াতির ‘নয়া মানুষ’ সিনেমার শুটিং ‘নয়া মানুষ’ ছবিতে মৌসুমীর অভিনীত চরিত্রের নাম সুজলা। তবে পুরোপুরি সুজলা হতে নির্ভর করতে হচ্ছে পরিচালকের ওপর। কারণ হিসেবে বলেন, ‘এই সিনেমাটির অফার আমার কাছে একেবারেই হুট করে। তারপর প্রস্তুতি নেওয়ার জন্য খুব বেশি সময় পাইনি। আমি সাধারণ সিনেমার শুটিংয়ের আগে বেশ কিছুদিন সময় নিই। চরিত্রটা নিজের মধ্যে লালন-পালন করি। তারপর শুটিংয়ে যাই। কিন্তু এবার সেটা হওয়ার সুযোগ হচ্ছে না। পরিচালক বলেছেন তিনি সহযোগিতা করবেন। ভরসা এখন উনি।’

গল্প প্রসঙ্গে পরিচালক সোহেল রানা জানান, ‘নদীর এক কূল ভেঙে অন্য কূল গড়ে- তেমনি ভাসতে ভাসতে মানুষও এক চর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে কীরকম সংকট বা সমস্যার সৃষ্টি হয় সেটা নিয়েই গল্প। এটির মধ্যে প্রেম, প্রকৃতি, ভালোবাসার ও জীবনদর্শনের গল্পও দেখবেন দর্শক।’

শেষের পথে সোহেল রানার বয়াতির ‘নয়া মানুষ’ সিনেমার শুটিং চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন আশিষ খন্দকার, বদরুদ্দোজা, সরন সাহা,আ.মা.ম হাসানুজ্জামান, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ পাপড়ি, সানজানা,পারভিন পারু, মাহিন রহমান, এ্যাঞ্জেলা, শিশু শিল্পী উষশীসহ চরের প্রায় ২০০ বাসিন্দা। একটানা শুটিং শেষ করে এ মাসের শেষে ঢাকায় ফিরবে পুরো ইউনিট। চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে মুক্তি পেতে পারে ‘নয়া মানুষ’ সিনেমাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com