আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ ৩১ অক্টোবর, গতকাল সোমবার, বিকাল ৫.৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে ১১ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২২- এর সমাপনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ আবুল মনসুর।
সম্মানিত অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি অভিনয়শিল্পী ঝুনা চৌধুরী; বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি নৃত্যশিল্পী মিনু হক; বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলির সদস্য আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করবেন গঙ্গ-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ- এর সদস্য সচিব, নাট্যজন আকতারুজ্জামান।
সভাপতিত্ব করেছে গঙ্গ-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ- এর আহ্বায়ক, বিশিষ্ট লেখক-গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন (বাংলাদেশ মহিলা সমিতি) ৫টি মঞ্চসহ উন্মুক্ত।
Leave a Reply