আল সামাদ রুবেলঃ শোষণের বেড়াজালে মানুষের প্রাণ, মুক্তির মিছিলে লড়াইয়ের গান’ এই স্লোগান নিয়ে গতকাল শনিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।’শোষণের বেড়াজালে মানুষের প্রাণ, মুক্তির মিছিলে লড়াইয়ের গান’ এই স্লোগান নিয়ে গতকাল শনিবার বিকাল ৪টায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় আয়োজনের সূচনা হয়েছে। এছাড়া দেশে ও বিদেশে উদীচীর তিন শতাধিক শাখায় আলোচনা, গান, নাচ, আবৃত্তি, নাটকসহ সাংস্কৃতিক পরিবেশনা এবং পুনর্মিলনী অনুষ্ঠানসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
উদীচীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকেই একটি সাম্যবাদী অসাস্প্রদায়িক শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে উদীচী।”
এবারের অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা গোলাম মোহাম্মদ ইদু, প্রতিষ্ঠাকালীন সংগঠক ও প্রাবন্ধিক আখতার হুসেন, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ কমিউনিস্ট নেত্রী লীনা চক্রবর্তী, সাফ চ্যাম্পিয়নশিপজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের বেশ কয়েকজন ফুটবলারকে গড়ে তোলার কৃতিত্বের অধিকারী মালা রানী সরকার, সংগঠক মোহাম্মদ নওশের আলী, সন্ধ্যা ভৌমিক ও শিক্ষক লতা সমাদ্দার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান। স্বাগত বক্তব্য রাখবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। প্রথম পর্ব সঞ্চালনা করবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান।
উদ্বোধনী আলোচনা পর্বের পর শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা। এ পর্বের শুরুতেই পরিবেশিত হবে উদীচী কেন্দ্রীয় সংসদের শিল্পীদের পরিবেশনায় দুর্নীতিবিরোধী গীতি-কাব্য-নাট্যালেখ্য ‘ধর ধর, চোর চোর’। মাহমুদ সেলিমের রচনা এবং সুরে করা এ গীতি-কাব্য-নাট্যালেখ্যটি নির্দেশনা দিয়েছেন অমিত রঞ্জন দে।
উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন
উদীচীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই গীতি-কাব্য-নাট্যালেখ্যে বর্তমান সময়ে বাংলাদেশে ‘মহামারীর রুপ নেওয়া’ দুর্নীতির নানা রূপ তুলে ধরার পাশাপাশি এ থেকে পরিত্রাণের উপায় খোঁজার চেষ্টা করা হয়েছে। গীতি-কাব্য-নাট্যালেখ্য ছাড়াও এ পর্বে মুকাভিনয় পরিবেশন করবেন নিরব নিথর, একক সংগীত পরিবেশনায় থাকবেন মাহমুদ সেলিম, হাবিবুল আলম, সুরাইয়া পারভীন, অবিনাশ বাউল ও জাকির হোসেন।
আবৃত্তি পরিবেশন করবেন বেলায়েত হোসেন, নায়লা তারান্নুম কাকলী ও পশ্চিমবঙ্গের বাচিক শিল্পী শম্পা দাস। দলীয় নৃত্য পরিবেশন করবে ভাবনা। উদীচী কেন্দ্রীয় নাটক বিভাগের পরিবেশনায় থাকবে সাম্প্রদায়িকতাবিরোধী পথনাটক ‘অজ্ঞাতনামা’। নাটকটি রচনা অধ্যাপক রতন সিদ্দিকী এবং নির্দেশনা দিয়েছেন প্রবীর সরদার। শেষাংশে প্রদর্শিত হবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লী উচ্ছেদের ঘটনার উপর ভিত্তি করে প্রদীপ ঘোষ নির্মিত প্রামাণ্যচিত্র ‘ভূমিহীন ভূমিপুত্র’। এ পর্বটি সঞ্চালনা করবেন কংকন নাগ ।
Leave a Reply