আল সামাদ রুবেলঃ আজ ২৮ অক্টোবর ২০২২ শুক্রবার, প্রতিদিনের মতো মুক্তমঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪ টায়। মুক্তমঞ্চে পথনাটক পরিবেশন করেছেন- খেয়লী নাট্যগোষ্ঠী। শিশু সংগঠনের পরিবেশনা- মৈত্রী শিশুদল। দলীয় আবৃত্তি- দৃষ্টি কেন্দ্রী সংসদ। দলীয় সংগীত- সুত্যেন সেন শিল্পীগোষ্ঠী ও ক্রান্তি শিল্পীগোষ্ঠী । দলীয় নৃত্য- নৃত্যজন। একক সংগীত পরিবেশন করবেন- মহাদেব ঘোষ, মাহজাবীন চৌধুরী শাওলী ও সমীরন চক্রবর্তী। একক আবৃত্তি পরিবেশন করেছেন- মাসুম আজিজুল বাসার, সৈয়দ ফয়সাল আহমেদ, মাহনুর জাবীন শরমি ও মাহফুজ রিজভী।
জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭ টায়। অনুষ্ঠানে দর্শনীর বিনিময় পরিবেশিত হয়েছে- বোধন আবৃত্তি পরিষদ- এর কাব্যনাট্য প্রযোজনা: কিষাণকাব্য। ভাবনা এর পরিবেশনা- নৃত্যনাট্য ভানুসিংহের পদাবলী।
জাতীয় নাট্যশালা: এ হলে দর্শনীর বিনিময় নাটক প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭ টায়। নাটক পরিবেশন করেছে- নয়ে নাটুয়া (ভারত) প্রযোজনা- নক্সী কাঁথার মাঠ, কাব্য জসিম উদ্দিন, নাট্যরূপ ও নির্দেশনায় গৌতম হালদার।
এক্সপেরিমেন্টাল থিয়েটার হল: এ হলে দর্শনীর বিনিময় নাটক প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭ টায়। নাটক পরিবেশন করেছেন- আরণ্যক নাট্যদল, প্রযোজনা- রাঢ়াঙ। রচনা ও নির্দেশনায় মামুনুর রশীদ।
স্টুডিও থিয়েটার হল: এ হলে দর্শনীর বিনিময় নাটক প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭ টায়। নাটক পরিবেশন করেছে- পালাকার প্রযোজনা- উজানে মৃত্যু। নাটক সৈয়দ ওয়ালী উল্লাহ, নির্মাণ শামীম সাগর। ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন (বাংলাদেশ মহিলা সমিতি): এ হলে দর্শনীর বিনিময় নাটক প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭ টায়। নাটক পরিবেশন করেছেন- গণায়ন নাট্য সম্প্রদায়,চট্টগ্রাম প্রযোজনা- জুলিয়াস সিজার। রচনা উইলিয়াম শেক্সপিয়ার, অনুবাদ ম.সাইফুল আলম চৌধুরী, নির্দেশনা অসীম দাশ।
Leave a Reply