আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ উৎসবের ৩য় দিনের অনুষ্ঠানমালা। উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হয়েছে বিকাল ৪.৩০ মিনিটে অনুষ্ঠানে ছিলো- নৃত্য, সংগীত, পথনাটক, আবৃত্তি ও শিশু-কিশোর পরিবেশনা।
জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে দর্শনীর বিনিময়ে অনুষ্ঠান শুরু হয়েছে সন্ধ্যা ৭ টায়, কল্পরূপ পরিবেশন করবে আবৃত্তি লক্ষী, নিবেদন পরিবেশন করেছেন সঙ্গীত শ্রীকৃষ্ণের বিলাপ। জাতীয় নাট্যশালা- দর্শনীর বিনিময়ে নাটক শুরু হয়েছে সন্ধ্যা ৭ টায়। নাটক পরিবেশিত হবে- স্পন্দন প্রযোজনা চন্ডালিকা (নৃত্যনাট্য)। এক্সপেরিমেন্টাল থিয়েটার হল- দর্শনীর বিনিময়ে নাটক শুরু হবে সন্ধ্যা ৭ টায়।
নাটক পরিবেশিত হয়েছে- সংলাপ গ্রুপ থিয়েটার এর নাটক- বোধ। স্টুডিও থিয়েটার হল-দর্শনীর বিনিময়ে নাটক শুরু হবে সন্ধ্যা ৭ টায়। নাটক পরিবেশিত হয়েছে- রঙ্গপীঠ এর নাটক- মহেশ। ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে-দর্শনীর বিনিময়ে নাটক শুরু হয়েছে সন্ধ্যা ৭ টায়। নাটক পরিবেশিত হয়েছে- পদাতিক নাট্য সংসদ টিএসসি এর নাটক পাকে বিপাকে।
একুশের রক্তাক্ত সিঁড়ি বেয়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। যে-ই আশা – স্বপ্ন নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল তা স্বাধীনতার পঞ্চাশ বছরে ও পূরণ হয়নি। আমরা সংখ্যাগরিষ্ঠের বাহুবলে ধর্মান্ধ জাতি ‘তে পরিণত হচ্ছি। একদল ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে ব্যবহার করে হচ্ছে ব্যক্তিগত ধন-সম্পদশালী। এখনো তারা জাতির পিতা এবং জাতীয় পতাকা’কে অস্বীকার করে বীর-দর্পণে ঘুরে বেড়াচ্ছে। এমনই প্রেক্ষাপটে খেয়ালী’র ২২তম প্রযোজনা, শাহীন আহম্মেদ এর রচনা ও নির্দেশনায় নাটক “ব্ল্যাক মাম্বা ” গঙ্গা – যমুনা সাংস্কৃতিক উৎসবে আগামী ২৮ অক্টোবর বিকাল চার ঘটিকায় মুক্তমঞ্চে মঞ্চস্থ হবে। এই নাটকে অভিনয় করেছেন – সাজ্জাদ হোসেন খান, রানু আরা, মঞ্জুর মামুন, জামান আহমেদ, ফরিদ আলী, ইভা,সহিফা, রবি, নাবিল, ইব্রাহিম, মাহামিদ, অপু সহ অন্যান্য।
Leave a Reply