আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব এর সংবাদ সম্মেলন অনুষ্ঠান হয়। আগামী ২১অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরিক্ষাণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল, সঙ্গীত আবৃত্তিও নৃত্য মিলনায়তন,বাংলাদেশ
মহিলা সমিতি’র ড.নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চ নাটক নৃত্য,আবৃত্তি সঙ্গীত,পথনাটক, যাত্রাপালা,শিশুদের অংশ গ্রহণে ভাতর ও বাংলাদেশের মোট ১২২টি দল অংশ গ্রহন করবে। আনুমানিক ৪০০০জন শিল্পীর অংশ গ্রহনের মধ্য দিয়ে এবারের গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব -২০২২উদযাপিত হবে। উদ্বোধন করবেন আতাউর রহমান, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে.এম. খালেদ এমপি।মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, লিয়াকত আলী লাকী,সভাপতিত্ব করবেন উৎস পর্ষদের আহবায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। ২১অক্টোবর উদ্বোধনী সন্ধ্যায় মূল হলে থিয়েটারে প্রযোজনা ” পোহালে শর্বরী” পরিক্ষাণ থিয়েটার হলে “অভিশপ্ত আগস্ট” স্টডিও থিয়েটারে হলে “জুঁই মালার সইমালা”
Leave a Reply