আল সামাদ রুবেলঃ ওয়ালটন এশিয়ান মিউজিক লাইভে এর বাউল শফি মন্ডলের সাথে গান গাইলেন এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল শিল্পী আলমিনা নিতু। সেখানে আলমিনা নিতু বাংলাদেশের মাটির গান অর্থাৎ লোকসংগীত এর বিভিন্ন ধারার জনপ্রিয় কিছু গান পরিবেশন করেন। এ প্রসঙ্গে আলমিনা নিতু বলেন, সাধুগুরু বাউল শফি মন্ডল বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। যাঁর গান সারা বিশ্বের মানুষ পছন্দ করে। তিনি বাংলাদেশের লোকসংগীত কে বিশ্বের দরবারে প্রচারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সুতরাং তার সাথে লাইভে গান পরিবেশন করা অত্যন্ত সাহসের ও যোগ্যতার ব্যাপার। আলমিনা নিতু আরো বলেন,আমি লোকসঙ্গীত নিয়ে অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি ইউডা ইউনিভার্সিটিতে।গানই আমার জান গানই আমার প্রাণ। বাংলাদেশের লোকসংগীত আমার সত্তায় ধারণ করি।আমি একজন প্রতিশ্রুতিশীল শিল্পী হিসেবে চেষ্টা করেছি বাউল সাধুগুরু শফি মন্ডল এর পাশাপাশি জনপ্রিয় লোকসংগীত পরিবেশনের জন্য। সংগীতশিল্পী শিল্পী আলমিনা নিতু সকলের কাছে দোয়া প্রার্থী।
Leave a Reply