বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তালতলী সাংবাদিক ঐক্যজোটের কমিটি গঠন, জোবায়ের সভাপতি মাসুম সম্পাদক চলমান রাজনৈতিক সংকটের সমাধান একমাত্র মানবতার রাজনীতি – আল্লামা ইমাম হায়াত ট্রাফিক বিভাগ চট্টগ্রাম ম্যানুয়াল পদ্ধতির স্লিপে রেকার ভাড়া ৭৫০ টাকা ব্যতীত সরকারি রশিদে সমুদয় জরিমানার উল্লেখ থাকছে না ইনসানিয়াত বিপ্লব,চট্টগ্রাম জেলা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জবিয়ান জামালপুর ফোরাম কর্তৃক বার্ষিক বনভোজন গজনী অবকাশে অনুষ্ঠিত শিক্ষক শিক্ষিকার পাল্টাপাল্টি অভিযোগ,শিক্ষা কার্যক্রম ব্যহত! বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে যোগদান অনুষ্ঠান ফরিদপুরের পূর্ব ট্পােখোলা হতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক ভাঙ্গায় সুশাসন প্রতিষ্ঠা করতে হবে-ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা তুরাগ নদীর আশেপাশে মিছিল-সমাবেশ নিষিদ্ধ-ডিএমপি

মঞ্চ নাটকে ব্যস্ত জ্যোতি

  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১০.০৫ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ সময়ের সাথে তাল মিলিয়ে মঞ্চ নাটকে কাজ করে যাচ্ছে আজমিরী আজমি জ্যোতি। এই অভিনেত্রী ধারাবাহিক নাটক, একক নাটক, মডেল ও নৃত্যশিল্পী, টিভি নাটকে কাজ করছে। তকে গতকাল ঢাকার মঞ্চে ‘গ্যাঁড়াকল’ নামে একটি নাটকে শো করেছে তিনি।

ঢাকার নাট্যমঞ্চে বইছে গতিময় স্রোতধারা। প্রতিদিন পুরনো নাটকের সঙ্গে প্রায় প্রতি সপ্তাহে আসছে নতুন নাটক। সেই সুবাদে নাটকপ্রেমীদের পদচারণায় মুখর থাকছে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তন থেকে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তন। বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনটিতে তেমনই সরবতার দেখা মিলল। আর এদিন ঢাকার মঞ্চে যুক্ত হয়েছে আরেকটি নতুন নাটক।গ্রন্থিক নাট্যগোষ্ঠী নিয়ে এসেছে গ্যাঁড়াকল শিরোনামের নতুন প্রযোজনা। শরতের সন্ধ্যায় একাডেমির নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়েছে ।

গতকাল শুক্রবার একই ভেন্যুতে প্রযোজনাটির দ্বিতীয় প্রদর্শনী হয়েছে। গ্রন্থিকের অষ্টম প্রযোজনাটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন মতিউর রহমান রানা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেওয়ান হুমায়ুন কবীর, মোঃ মাসুদুর রহমান, তানিশা ইসলাম সানা, আজমেরী আজমি জ্যোতি, এজাজ হাসান, আরিয়ান আবীর, টুটুল আহমেদ রুদ্র, ফেরদৌস মাসুম, মোঃ আল-আমিন, মানিক শাহ, মোঃ মজিবর রহমান, নাসরিন সুলতানা ও মাহমুদুল হাসান। নাটকে গল্পে দেখা যাবে, প্রকৃত জনপদ নামের এক গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর চলমান জীবন ও জীবনবোধকে উপজীব্য করে ডালপালা মেলেছে নাটকের কাহিনী। প্রেম-বিরহের সমান্তরালে আনন্দ-বেদনা, হাসি-কান্না ও সুখ-দুঃখের চিত্র তুলে ধরা হয়েছে নাটকে। উঠে এসেছে প্রকৃত জনপদে বসবাসরত পান্থজনের জীবনের গল্প। সেই ক্যানভাসে ধরা দিয়েছে স্বার্থপরতা ও দ্বন্দ্বের চিত্র। আছে বন্ধুত্বের মাঝে ফাটল ধরানো অনুষঙ্গ।প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই সহজ-সরল মানুষগুলো তাদের কর্মের প্রতি একইসঙ্গে সৎ ও অবিচল। রাজনীতির বেড়াজালে ক্ষয়িষ্ণু হতে থাকে সেই সততা। রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও অসৎ রাজনীতিবিদ দ্বারা তারা প্রভাবিত হতে বাধ্য হয়। রাজনীতিকের প্যাঁচমারা এমনই এক সামান্য ঘটনা থেকে বিবাদে জড়িয়ে গ্রামের সহজ সরল খেটে খাওয়া মানুষ মোখলেস ও মফিজ। অথচ শৈশব থেকে তাদের মাঝে গড়ে ওঠে নিবিড় বন্ধুত্বের সম্পর্ক। সেই সুবাদে তাদের সুন্দর স্ত্রী শিউলি ও মলির মধ্যেও তৈরি হয় বন্ধুত্ব।তারা যেন হয়ে ওঠে এক আত্মায় দুই প্রাণ।

কিন্তু সামান্য একটা ছাগল নিয়ে এই দুই বান্ধবীর মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। মুছে যায় তাদের আত্মার বন্ধন। জেদে জড়িয়ে পড়ে দুজনই। আর এমন সঙ্কটময় মুহূর্তে অনুপ্রবেশ করে স্বার্থান্বেষী কিছু চরিত্র। তারা ক্ষমতার বলয়ে সম্পৃক্ততা দেখিয়ে দখল করে নেয় দীর্ঘদিনে তিলে তিলে গড়া মোখলেস ও মফিজের ঘরবাড়ি ও অর্থসম্পদ। শুধু কি তাই? নেতা নামধারী পিশাচদের লোলুপ দৃষ্টি থেকে বাদ যায় না মলি ও শিউলী। দুই পরিবারের সকল সম্পদ শেষ হলে তাদের বোধোদয় ঘটে যে তারা অদৃশ্য চোরাবালির গ্যঁাঁড়াকলে আটকে পড়েছে। এভাবেই এগিয়ে চলে গ্যাঁড়াকল নাটকের কাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com