আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ ছোট পর্দার জনপ্রিয় মুখ জাহের আলভী। কাজ করে যাচ্ছেন নিয়মিত। নিজ অভিনয় গুণে দর্শক মনে শক্ত আসন করে নিয়েছেন। এ প্রজন্মের তরুন দর্শকদের মুখে হর হামেশাই আলভী নামটা শোনা যায়। ভিউয়ের দৌড়েও এগিয়ে আছে তার অভিনীত কাজ গুলো।
কথা প্রসঙ্গে তিনি বলেন, আমি বরাবর ভাল কাজগুলো ধরে ধরে করি। গল্প পছন্দের ক্ষেত্রে খিতখিতে আমি।কারণ গল্প হচ্ছে নাটকের নায়ক। গল্প আমাকে পরিচয় করায় দর্শকের সাথে। গল্পে কতটা অভিনয়ের সুযোগ থাকে, গল্পের প্যাটার্ন কেমন, দর্শক কেমন গল্প চায় সেটা মাথায় রেখে আমি কাজ করে চলছি। ‘
বর্তমান জাহের আলভী দেশের অবস্থান করছেন। আগামীকাল ০৪ তারিখ দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরেই আমার পুরোদস্তুর একক নাটক নিয়ে ব্যস্ত হয়ে যাবেন বলে জানান তিনি।
সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে আলভী জানায়, আমি সিনেমার জন্য প্রস্তুত। তবে যে গল্প আমি চাইছি সেরকম গল্প পাচ্ছি না। দর্শক প্রতারিত হয় এমন গল্পে কাজ করব না।
বর্তমান একটি বেসরকারি টেলিভিশনে সহীদুন নবী পরিচালিত ‘প্রেম করা নিষেধ’ শিরোনামের একটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে। যেখানে আলভী ছাড়াও আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, সাজু খাদেম, মুকিত জাকারিয়া, সালহা খানম নাদিয়া, মৌসুমি হামিদ,সেমন্তি সৌমি, আব্দুল্লা রানা প্রমুখ। এছাড়াও এই তরুন অভিনেতার একক নাটক ‘পার্সোনাল এসিস্ট্যান্ট’ খুব শিগগিরই মুক্তি পাবে।সেখানে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। আরও অনেক একক নাটক পাইপলাইনে আছে যেগুলো সামনে মুক্তির অপেক্ষায়।
Leave a Reply