ঠাকুরগাঁও প্রতিনিধিঃবিজয় মাসে সত্যের মুখোমুখি প্রতিদিন-স্লোগান সামনে রেখে ঠাকুরগাঁওয়ে যাত্রা শুরু করলো নিউজ পোটাল টাইম টুয়েন্টিফোর বাংলা।প্রবীণ সাংবাদিক শাহীন ফেরদৌস বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় টাইম টুয়েন্টিফোর বাংলা নবযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।ঠাকুরগাঁওয়ের সিনিয়র সাংবাদিক বিশাল রহমান টাইম টুয়েন্টিফোর বাংলা’এর সম্পাদক হিসেবে আছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এ পত্রিকার সম্পাদক বলেন বর্তমান গ্লোবালাইজেশনের নামে ধনী-গরিবের বিশাল বৈষম্যের এ যুগে কর্পোরেট পুঁজির নামে বৃহৎ শিল্পের ঋণখেলাপী ও ভূমিদস্যুতায় অভিযুক্ত গ্রুপগুলো দুনিয়ার সকল গণমাধ্যমকে গিলে ফেলতে সফল হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা আজ সেলফ সেন্সরশীপের শৃঙ্খলে বন্দী। এ অবস্থা হতে গণমাধ্যমকে মুক্ত করতে আমরা এসেছি আপনাদের সামনে। আমরা নিজেরাও জানি এ লড়াই কঠিন তবুও আগামী প্রজন্মের নিকট আমাদের দায়বদ্ধতা থেকেই আমরা এ কঠিন পথকে বেছে নিয়েছি।হয়তো বহু বাঁধা বিপত্তি আসবে তবুও এ পথে আমরা এগিয়ে যেতে চাই।
আমাদের যাত্রাপথে যেকোনো ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে চলার জন্য আপনাদের অকুন্ঠ সমর্থন প্রত্যাশা করি। এদেশের সাধারণ মানুষকে সঠিক তথ্য সঠিক সময়ে পৌঁছে দিতে একঝাঁক তরুণ তরুণী নিরলসভাবে কাজ করার ব্রত নিয়েছে। অভিজ্ঞতা ও তারুণ্যের যৌথ যাত্রার এ লড়াইয়ে আপনারাও পাশে থাকবেন। আলোর পথযাত্রীদের কঠিন এ অভিযানে অন্ধকার মিলিয়ে একদিন সুন্দর আলোকিত সকালের সন্ধান আমরা প্রত্যাশা করি।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ সোহেল, ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মুজাহিদুর রহমান শুভ,ঠাকুরগাঁও নাগরিক অধিকার সুরক্ষা পরিষদের সদস্য আব্দুর রহিম,নির্বাহী সম্পাদক নুরুজ্জামান রমজান, বার্তা সম্পাদক আনিসুর রহমান, সাংবাদিক কামরুল হাসান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক।
Leave a Reply