মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দরটিলায় দৈনিক নব দেশবার্তা,দি ক্রাইম ডায়রি ও জাতীয় সাপ্তাহিক গোয়েন্দা পত্রিকার বিভাগীয় কার্যালয় উদ্বোধন কল্পে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভা ২৮নভেম্বর শনিবার সন্ধ্যায় আজাদ ভবনে অনুষ্ঠিত হয়। নব দেশবার্তার ব্যুরোচীপ মোঃ হোসেন মিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি থেকে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী,শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ শাহরিয়াদ রুবেল,সম্মানিত অতিথি ও অফিস পরিদর্শণ করেন ইপিজেড থানার সেকেন্ড অফিসার মোঃ সাজেদ কামাল,বিশেষ অতিথি ছিলেন-চিটাগং ডেইলী ডটকম ‘র সিনিয়র রিপোটার ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,দৈনিক নব দেশবার্তার পটিয়া প্রতিনিধি মোঃ ফারুক বিনজী,স্টাফ রিপোটার বাবু সুজিত দত্ত।
অনুষ্ঠানে আরো স্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরস্বরাই প্রতিনিধি প্রনব নন্দী,সীতাকুন্ড(ভ্রাম্যমান প্রতিনিধি) আব্দুল মামুন,মোঃমনির হোসেন,তাজুল ইসলাম,মোঃ সাগর,বাবলু দে,ওমর সানি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ মুসা। পরিশেষে ফিতা কেটে নতুন অফিসের সুচনা করেন প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবী,শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ শাহরিয়াদ রুবেল। তিনি বলেন,গণমানুষের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে নব দেশবার্তা এবং দেশ-সমাজের উন্নয়ন ,অনাচার ওঅনিয়ম গুলো স্বচ্ছ ভাবে জাতির সামনে তুলে ধরবে। সমাজের আয়না কে সঠিক ভাবে পরিচালনায়ে সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply