দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকলেও ৩০ মে’র পর সাধারণ ছুটি না বাড়ানোর সরকারি সিদ্ধান্তকে আত্মঘাতী বলে অভিহিত করেছে বিএনপি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সাধারণ ছুটির নামে তথাকথিত লকডাউন তুলে নিয়ে সরকার প্রমাণ করতে চায় যে তারা করোনার চেয়ে শক্তিশালী। ছুটি প্রত্যাহার করে কয়েক লাখ মানুষকে ভাইরাস সংক্রমণের দিকে ঠেলে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা আরও বলেন, ‘এটি সরকারের সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত, যার দ্বারা তারা করোনাভাইরাস প্রাদুর্ভাব সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতার প্রতি ‘বৃদ্ধাঙ্গুলী’ দেখিয়েছেন।
শাটডাউন প্রত্যাহারের পর করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সব দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা।
ইউ.এন.বি নিউজ
Leave a Reply