শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে আদালতের আদের্শ অমান‌্য করে জোড়পূর্বক ধানকেটে নিয়ে গেল ভূমিদস‌্যুরা

  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৪.২০ পিএম
  • ৩৮ বার পড়া হয়েছে

মোঃ মনসুর আলী, রুহিয়া (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ-ঠাকুরগাঁও সদর উপজেলার ৭নং চিলারং ইউনিয়নে আদালতের আদের্শ অমান‌্য করে ভয় ভীতি দেখিয়ে জোড় পূর্বক ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাঁশগাড়া ওয়ার্ড বিএনপি’র সভাপতি আনছারুল ইসলাম ও রফিকুল ইসলাম গং একটি ভূমিদস‌্যু গ্রুপের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলা ও সদর থানা এর অন্তর্গত বাঁশগাড়া মৌজার এস,এ ৬৯১, ৬৯২, ৬৯৩, ৬৯৪, ৬৯৬, ৭০১,, ৭০৫ ও ৭০৪ নং খতিয়ান ভুক্ত ৯.৩৮ একর জমি সহ আরো কতক জমি হুলাস মহাম্মদ ওয়াকফ এস্টেটের স্বত্ব দখলীয় সম্পত্তি হইতেছে। হুলাস মহাম্মদ ওয়াকফ এস্টেটের মোতয়াল্লী হিসাবে গত ০৯/০৭/২০০৮ ইং তারিখে নিযুক্ত হয়। মোতয়াল্লী নিযুক্ত হওয়ার পর হইতে শাহাজ উদ্দীন জমি জমা চাষ করিলে অপর একটি পক্ষ ইতিপূর্বে নালিশী ওয়াকফ এস্টেটের উক্ত খতিয়ান সমূহের কিছু সম্পত্তি জবর দখল করেন। শাহাজ উদ্দীন উক্ত ওয়াকফের সম্পত্তি উদ্ধারের জন্য ওয়াকফ প্রশাসক বাংলাদেশ বরাবরে গত ২৫/০৮/২০০৮ ইং তারিখে একটি দরখাস্ত আনয়ন করিলে ওয়াকফ প্রশাসক উক্ত আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক, ঠাকুরগাঁওকে উচ্ছেদের নিমিত্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করিলে পরবর্তীতে জেলা প্রশাসক, ঠাকুরগাঁও ওয়াকফ সম্পত্তি হইতে অবৈধ দখলদার গণকে উচ্ছেদ করার জন্য জনাব আজহারুল ইসলাম নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ঠাকুরগাঁওকে নির্দেশ প্রদান করেন এবং মোঃ আজাহারুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ঠাকুরগাঁও কালেক্টরেট জেলা প্রশাসক, ঠাকুরগাঁও এর জেঃ প্রঃ ঠাক/এস,এ/২০১০/১৮৬৮(১১) নম্বর স্মারকের আদেশের পরিপ্রেক্ষিতে গত ১৭/০১/২০১১ ইং তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স নিয়োগ সহ গত ২০/০১/২০১১ ইং তারিখে ভূমি অফিসের কানুনগো সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সহ পুলিশ বাহিনীর সহায়তায় নালিশী ওয়াকফ এস্টেটের ৭.০০ একর জমি অবৈধ দখলদারকে নিকট হইতে উদ্ধার করিয়া অত্র দরখাস্তকারী মোহাম্মদ সাহাজ উদ্দিনের বরাবরে দখল বুঝাইয়া দেন। এলাকাবাসী জানায়, আমরা দীর্ঘদিন থেকে দেখছি এ সকল জমি শাহাজ উদ্দীন এর পরিবার কৃষি জমিতে চাষ করে আসছে। আমরা দূর থেকে দেখেছি কে বা কাহারা একদল মানুষ ঐ জমির ধান কেটে নিয়ে যাচ্ছিল। ঘটনার দিন ঠাকুরগাঁও সদর থানা থেকে পুলিশ এসেছিল। এ বিষয়ে চিলারং বাঁশগাড়া ওয়ার্ড বিএনপি’র সভাপতি আনছারুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার নামে তারা মিথ‌্যা অপবাদ দিচ্ছে। আমরা ৫ বিঘা জমিতে ধান লাগিয়ে ছিলাম সেটা কেটে নিয়ে আসছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com