আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দেওয়া হবে।
মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আইন মন্ত্রণালয়ের বিষয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়নের পর যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন করব।’
তিনি নির্বাচনি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমরা আগের মতো কোনো ভুয়া নির্বাচন চাই না, ভবিষ্যতে কেউ নির্বাচনি প্রক্রিয়াকে জয়লাভের হাতিয়ার হিসেবে ব্যবহার করে জালিয়াতির নির্বাচন আয়োজন করুক তাও চাই না। এর বাইরে আমাদের আর কোনো স্বার্থ নেই ‘
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের অধিকাংশ সদস্য যত দ্রুত সম্ভব নিজ নিজ পেশায় ফিরতে আগ্রহী। চার বছরের মেয়াদের বিষয়টির কোনো উল্লেখ নেই বলেও জানান তিনি।
Leave a Reply