বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের নেতৃবৃন্দ বিসিবির ২০ লাখ টাকার চেক পেল সাফজয়ী মেয়েরা আগামী বছরের জানুয়ারিতে যমুনা ডাবল লাইন ডুয়েল গেজ রেল সেতু চালু হবে আগামীকাল সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫জনের মৃত্যু ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু সৌদি যুবরাজের বিরুদ্ধে অভিযোগ তহবিল-ক্ষমতার অপব্যবহারের নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ নির্বাচনী আইন প্রয়োগে পূর্ণ ক্ষমতা চায় ইসি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের সুপারিশ করার বিধান থাকছে না : আইন উপদেষ্টা

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের নেতৃবৃন্দ

  • আপডেট সময় বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৯.৩১ পিএম
  • ০ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি : সাম্য ও মানবিক বাংলাদেশ বির্নিমানে শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ বিষয়বস্তুকে সামনে রেখে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের নেতৃবৃন্দ। আজ বুধবার বিকেলে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন কেন্দ্রিয় ছাত্রদলের সহ সভাপতি রিয়াদ রহমান।

সংবাদ সম্মেলনে জানান, বিএনপির ভারপ্রপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায় করতে হবে। বাংলাদেশের জণগন গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্ন ও প্রত্যায় নিয়ে অগনিত শহীদের প্রানের বিনিময় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে যে রাষ্ট্র গড়ে তুলেছিলো দেড় দশক ধরে সেই রাষ্ট্রের জণগন আজ অধিকারহীন, রাষ্ট্রের মালিকানা আজ তাদের হাতে নেই। সম্প্রতি ক্ষমতাচূত অগণতান্ত্রিক, সর্বগ্রাসী, কতৃত্ববাদী, সরকার এ দেশের মৌলিক কাঠামো ধ্বংশ করে দিয়েছে। অবিলম্বে এই ধ্বংশ প্রাপ্ত রাষ্ট্র কাঠামো মেরামত ও পর্নগঠনের কোন বিকল্প নেই। জনগনের হাতে রাষ্ট্রের অধিকার আর মালিকানা ফিরিয়ে দিতে প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে গনতান্ত্রিক শক্তির জয়লাভ। ফ্যাসিষ্ট সরকার অপসরন আন্দোলনের সফলতার পরবর্তিতে সেই আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি জণকল্যানমূলক জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা। সরকারের প্রাথমিক কাজ হবে ধ্বংশপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো মেরামত ও পুর্নগঠন।

এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর প্রেসক্লাবের সাভপতি এস এম রেজাউল ইসলাম শামীম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন। পিরোজপুর জেলা ছাত্র দলের সভাপতি হাসান আল মামুন, ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান শাহিন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার। এসময় প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com