শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জবিস্থ জামালপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে হারুন-শাকিল জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান বিশ্বকাপ -২০২৬ পাওয়ার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন বাড়ল স্বর্ণের দাম নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি অন্তর্বর্তীকালীন সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা আন্দোলনে আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন: সায়েদুর রহমান সেনাকুঞ্জে অধ্যাপক ইউনূস ও খালেদা জিয়ার কুশল বিনিময় নওগাঁয় পানি উন্নয়ন বোর্ডের অভিযানের নামে রাতের আঁধারে হামলা ও ভাঙচুরের  অভিযোগ  পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর টিটোয়েন্টি খেলা উপলক্ষে বিএনপির সংবাদ সম্মেলন

জবিস্থ জামালপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে হারুন-শাকিল

  • আপডেট সময় শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ১২.৩৬ পিএম
  • ০ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:-বৃহস্পতিবার (২১ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জামালপুর জেলা কল্যাণের নতুন কমিটি অনুমোদিত হয়েছে। গণিত বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী হারুন সভাপতি ও ১৬ তম ব্যাচের শিক্ষার্থী শাকিল খানকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মনোনীত হয় উম্মে রাহনুমা রাদিয়া এবং লু্ৎফর রহমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে। জুবায়ের ইসলাম রিয়ন সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন৷ দপ্তর সম্পাদক মুয়ীদ খান, প্রচার সম্পাদক হাসানুর রহমান রাহীম নির্বাচিত হয়েছেন।

উপদেষ্টামণ্ডলীতে মিয়া রাসেল,হাসিব সরকার, আহসান মল্লিক,মাসুদুল ইসলাম, ফারহান আহম্মেদ রুবেল, শামিম মিয়া,আল- আমিন মিয়াকে কমিটির অনুমোদন দেন।

উপদেষ্টা মিয়া রাসেল বলেন,জামালপুর জেলা হতে আগত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীর আস্থা ও নির্ভরতার জায়গা হচ্ছে জামালপুর জেলা ছাত্রকল্যাণ। নবগঠিত কমিটির উপর আস্থা রেখে বলছি আগামী দিনে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করা হবে। জামালপুর জেলাকে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জামালপুর জেলা ছাত্রকল্যাণ।

উপদেষ্টা শামীম মিয়া বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে দলমত নির্বিশেষে জামালপুর জেলা ছাত্রকল্যাণের কমিটি ঘোষণা করেছি।এটি একটি অরাজনৈতিক সংগঠন। বিভিন্ন কর্মকান্ড যেমন: শিক্ষা বৃত্তি, আবাসন নিশ্চিত, লিভিং কস্ট নিশ্চিত, টিউশন ব্যবস্থা করা, ক্রীড়া ও চিকিৎসা ব্যবস্থা সহ আরো বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

নবনির্বাচিত সভাপতি হারুন বলেন, জেলা ছাত্রকল্যাণ হলো একটি শিক্ষার্থী বান্ধব সংগঠন। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছোটো ক্যাম্পাসে সংকটের অভাব নেই। ছাত্রীদের জন্য একটি হল থাকলেও, ছাত্রদের কিছুই নেই। আর নতুন যারা আসে তারা অনেকেই আর্থিক সমস্যায় ভোগে। তাই নতুনদের জন্য বৃত্তি বা টিউশন ব্যবস্থা এবং আগত সবাই কে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সবার মধ্যে সৌহার্দ্য ও সম্প্রতি বৃদ্ধিতে কাজ করে যাব। যাতে সিনিয়র-জুনিয়রের মেলবন্ধন ঘটিয়ে জামালপুর ছাত্রকল্যাণ কে জগন্নাথে অন্য ছাত্রকল্যাণের জন্য রোল মডেল হিসেবে গড়ে তুলতে পারি।

সাধারণ সম্পাদক শাকিল খান বলেন, জেলা কল্যাণ একটি স্বেচ্ছাসেবা মূলক সংগঠন। যার মূল লক্ষ্য একে অপরের বিপদে এগিয়ে আসা। আমার প্রচেষ্টা থাকবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জামালপুর জেলা কল্যাণকে একটি গতিশীল সংগঠনে রূপান্তরিত করা এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করা। জেলা কল্যাণের সকল কার্যক্রম পরিচালনার জন্য সিনিয়র, বন্ধু এবং জুনিয়রদের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com