গাজীপুর জেলা কারাগারে গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কারাগারে এ ঘটনা ঘটে।
দুপুর সাড়ে ১২টায় গাজীপুরের জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করীম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, হঠাৎ কারাগারে গুলাগুলি শুরু হয়। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে, গাজীপুর জেলা কারাগারে গোলাগুলির শব্দ আতঙ্কে রয়েছে এলাকায় সাধারণ মানুষ ও পথচারীরা।
সমকাল তাদের খবরে উল্লেখ করেছে কারাগারের ভেতরে ১৩ জন কারারক্ষী এবং ৩ জন কয়েদি গুলিবিদ্ধ হয়েছেন।
Leave a Reply