মল্লিক জামাল, স্টাফ রিপোর্টারঃ-বরগুনা তালতলীতে বিএনপি’র নাম ভাঙিয়ে কৃষকের ধান কাটার অভিযোগ উঠেছে পচাকোড়ালিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: হাবিনুর খানের বিরুদ্ধে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) যুবদলের ইউনিয়ন নেতা দাবি করে কৃষকের ধান কেটে নিয়ে যায় বলে জানা গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী নিজাম সিকদার বলেন, বিগত কয়েক বছর যাবত আমি আব্দুস সাত্তার সিকদারের কাছ থেকে নগদ টাকায় বন্ধোক রেখে জমি চাষাবাদ করে আসছি হঠাৎ করে হাবিনুর খান নামের এক যুবদল নেতা আমার বন্ধোকিও জমির ধান কেটে নেয়। এতে আমি বাধা দিলে তিনি আমাকে বিভিন্ন রকমের হুমকি দেয়। পরে আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করি।
স্থানীয়রা বলেন, বিগত বছর গুলে নিজাম সিকদার এই জমি চাষাবাদ করে আসছে, তবে ওই যুবদল নেতা কিভাবে জমি থেকে ধান কেটে নিলো এটা জানি না।
অভিযুক্ত যুবদল নেতা হাবিনুর খানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ধান কাটার যে বিষয় নিয়ে আমার উপর অভিযোগ আনা হয়েছে উক্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন এবং বানোট।
তালতলী উপজেলা যুবদলের আহ্বায়ক মো: মাসুদ হাওলাদার বলেন, আমরা লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
তালতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিয়া মো: রিয়াজুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত কমিটি গঠন করে অভিযোগটি সত্যতা প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নিবো।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে আমার কাছে কোন লিখিত অভিযোগ আসেনি তবে মৌখিকভাবে আমাকে বিষয়টি অবহিত করা হয়েছে। আমার জানা সত্ত্বে নিজাম সিকদার উক্ত জমিতে চাষাবাদ করেছে।
Leave a Reply