শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রে গাড়িহামলায় নিহত অন্তত ১৫, সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে যা জানা যাচ্ছে ঘন কুয়াশায় সূর্যের দেখা নেই, শীতে কাবু রংপুরের জনজীবন জনস্বার্থের ব্রত নিয়ে সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ কর্পোরেট ও ইনস্টিটিউশনাল গ্রাহকদের ট্রেড সার্ভিস দিতে ব্র্যাক ব্যাংকের ডেডিকেটেড ক্লায়েন্ট সার্ভিস ইউনিট চালু ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কাউখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি পালন ২৫ তম বিসিএস প্রশাসন ক‍্যাডার কার্যনির্বাহী কমিটি গঠন পিরোজপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভান্ডারিয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ২ গ্রুপের সংঘর্ষ

হাতিম ফার্নিচারে ০% ইএমআই সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা

  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ৪.০১ এএম
  • ৫ বার পড়া হয়েছে

ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪: ব্র্যাক ব্যাংক এবং হাতিম ফার্নিচার দিচ্ছে ক্রেডিট কার্ডহোল্ডারদের ০% পে-ফ্লেক্স প্ল্যান সুবিধা। এই সুবিধার অধীনে ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ড গ্রাহকরা হাতিম ফার্নিচার কেনাকাটায় উপভোগ করবেন ৬ মাস পর্যন্ত ইন্টারেস্ট-ফ্রি ইএমআই সুবিধা।

ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা এই এক্সক্লুসিভ সুবিধা ঢাকা ও চট্টগ্রাম শহরের উত্তরা, পান্থপথ এবং মিরপুরসহ সকল হাতিম আউটলেটে কেনাকাটায় উপভোগ করবেন।
ব্র্যাক ব্যাংক হাতিম ফার্নিচারের সকল আউটলেটে ভিসা এবং মাস্টারকার্ড পেমেন্ট গ্রহণে সক্ষম পিওএস টার্মিনাল সুবিধা দেবে, যাতে গ্রাহকরা সহজ ও স্বাচ্ছন্দ্যে লেনদেন করতে পারেন।
১২ ডিসেম্বর ২০২৪ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মধ্য দিয়ে উভয় প্রতিষ্ঠানের সম্পর্ক আরও জোরদার হয়েছে বলে বিশ্বাস করে প্রতিষ্ঠান দুটো।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন হাতিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলী আসগর, প্রতিষ্ঠানটির ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মোরশেদ আলম এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, ব্যাংকের হেড অব মার্চেন্ট অ্যাকোয়্যারিং খায়রুদ্দিন আহমেদ বাপ্পী, হেড অব কমার্শিয়াল ব্যাংকিং এ.টি.এম জামাল উদ্দিন এবং হেড অব অ্যালায়েন্স মো. আশরাফুল আলম।
এই চুক্তির ফলে ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা হাতিম ফার্নিচার থেকে উন্নতমানের আসবাবপত্র ক্রয়ের মাধ্যমে নিজেদের বাসাবাড়িকে আরও সুসজ্জিত করতে পারবেন। ০% ইন্টারেস্টে ৬ মাস পর্যন্ত মূল্য পরিশোধের সুবিধা গ্রহণের মাধ্যমে কেনাকাটায় উপভোগ করবেন বাড়তি আনন্দ।
এই চুক্তির ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “হাতিম ফার্নিচারের সাথে এই চুক্তির মাধ্যমে গ্রাহকদের স্বাচ্ছন্দ্যময় ও উপভোগ্য কেনাকাটার সুবিধা দিতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। এই অফারটি গ্রাহকদের বিশেষায়িত সুযোগ-সুবিধা দেওয়ার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের দেওয়া প্রতশ্রুতির প্রতিফলন।”
এই চুক্তিটি গ্রাহকদের চাহিদা অনুযায়ী এক্সক্লুসিভ ব্যাংকিং সুবিধা দেওয়ার মাধ্যমে তাঁদের রিটেইল ব্যাংকিং অভিজ্ঞতা আরও উপভোগ্য করে তোলার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের দেওয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com