বুধবার, ২৬ জুন ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈশ্বরগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্টা বার্ষিকীতে আনন্দ-শোভাযাত্রা কাউখালীতে প্রান্তিক চাষীদের মাঝে সার, বীজ ও নারকেল চারা বিতরণ সরকার আপনাদের পাশে আছে, আমরা আপনাদের খোঁজখবর নিচ্ছি।  জেলা প্রশাসক জাহেদুর রহমান ভাণ্ডারিয়ায় পিকআপের ধাক্কায় ২ পথচারী নিহত, আহত ৪ প্রকৃত ঘটনা ধামাচাপা দিয়ে মিথ্যা মামলা করে এক প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ তালতলীতে অটো গাড়ির চাপায় যুবক নিহত  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১ লাখ টাকার ঋণ পেতে ঘুষ লাগে ২ হাজার টাকা বরগুনায় ব্রিজ ট্রাজেডির নয়জন নিহতের ঘটনায় দুই তদন্ত কমিটি গঠনঃ মাইক্রোবাস উদ্ধার বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়েছে আফগানিস্তান সারাদেশে বিষধর সাপ রাসেলস ভাইপারের উপদ্রব স্বাস্থ্যকেন্দ্র অ্যান্টি-ভেনম মজুদের নির্দেশ

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে

  • আপডেট সময় বুধবার, ১২ জুন, ২০২৪, ৯.৫২ পিএম
  • ৭ বার পড়া হয়েছে

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে পড়েছে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেন। সকাল থেকেই যাত্রা শুরুর কথা থাকা সকল ট্রেন গন্তব্যের উদ্দেশে ছাড়ে নির্ধারিত সময়ের দেড় থেকে আধা ঘণ্টা দেরিতে। ফলে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী।

বুধবার ঢাকা রেলওয়ে স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস (৭৬৯) ভোর ছয়টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি ছেড়েছে সকাল ৭টা ২০ মিনিটে। দিনের দ্বিতীয় ট্রেন পর্যটক এক্সপ্রেস (৮১৬) ভোর সোয়া ছয়টায় ঢাকা স্টেশন ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়েছে ছয়টা ৫০ মিনিটে। তৃতীয় ট্রেন সিলেটগামী পারাবত এক্সপ্রেস (৭০৯) সকাল সাড়ে ছয়টায় ছাড়ার কথা থাকলেও সেটি ঢাকা স্টেশন ছেড়েছে সকাল সাড়ে আটটায়।

মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার (৪৩) সকাল সোয়া আটটায়, চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার পৌনে ৯টায়, রংপুরগামী রংপুর এক্সপ্রেস (৭৭১) সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় পৌনে এক ঘণ্টা পরে ছেড়ে যায়।

ঈদ স্পেশাল ট্রেন ‘দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল’ সকাল ৯টা ২৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি এক ঘণ্টা দেরিতে ১০টা ২৫ মিনিটে ঢাকা স্টেশন ছাড়ে। জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস (৭৯৯) সকাল ১০টায়, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস (৭০৫) সকাল ১০টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার শিডিউল থাকলেও বিপর্যয়ে পড়েছে সে শিডিউলে।

ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের শিডিউলে বিলম্বের প্রভাব পড়েছে অন্য ট্রেনগুলোতে। নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গরমের মধ্যে প্ল্যাটফর্ম ভর্তি মানুষ অপেক্ষা করছেন ট্রেনের জন্য। স্টেশন এলাকায় যাত্রীদের জটলা, প্ল্যাটফর্মে বসে ও দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের।

সকাল সাড়ে আটটায় সরেজমিনে দেখা গেছে, কমলাপুর রেলস্টেশনে মানুষের উপচে পড়া ভিড়। মূলত ঈদযাত্রার প্রথম দিনে ট্রেনের শিডিউল বিপর্যয়ে এমন ভিড় জমেছে স্টেশনে। যাত্রীদের সঙ্গে কথা বলে ভোগান্তির কথা জানা গেছে।

ট্রেনের রেকগুলোতে কোচ সংযোজন ভুল হওয়ায় ট্রেন ছাড়তে দেরি হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলসূত্রে জানা গেছে, দুইটি ট্রেনের রেকে কোচ সংযোজন ভুল হওয়ায় সেগুলো সংশোধন করতে আরও ঘণ্টার বেশি সময় লেগেছে। ফলে এই ট্রেনগুলোর বিলম্বের জের অন্য ট্রেনগুলোতেও টানতে হচ্ছে। ফলে ২০-৩০ মিনিট দেরি হচ্ছে।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ট্রেনগুলো ১০-২০ মিনিট দেরিতে ছাড়তে পারে।

তিনি আরও বলেন, ঢাকায় আসার পর ট্রেনগুলো আবার ছেড়ে যায়। এখন ওইদিক থেকে যদি কোনো ট্রেন দেরিতে আসে তাহলে ট্রেনগুলো এখান থেকেও দেরিতে ছেড়ে যায়। কারণ ট্রেনগুলো ঢাকায় আসার পরে ক্লিনিং, ওয়াটারিং করা হয়। এজন্য প্রত্যেকটা ট্রেনে অন্তত এক ঘণ্টা সময় লাগে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com