বিশেষ প্রতিনিধিঃ-চট্টগ্রাম তথা বাকলিয়ার অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন চিটাগং ইডেন ক্লাবের গৌরবের ৩৫ বৎসর উদযাপন উপলক্ষে ৮,৯,ও ১০ জানুয়ারি ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনি অনুষ্ঠান আজ মৌসুমি আবাসিক এলাকার মাঠে ক্লাবের সভাপতি মাসুদ পারভেজ খোকার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের উপ- পরিচালক মোঃ নোমান হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন – উপ – পুলিশ কমিশনার দক্ষিণ শাকিলা সোলতানা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি, যমুনা ব্যাংকের সাবেক ডি,এম,ডি লায়ন আবদুল গাফফার,বিশেষ বক্তা হিসেবে মোঃ শাহজাহান হায়দার,অনুষ্ঠান উৎযাপন কমিটির আহবায়ক ক্লাবের স্থায়ী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সোহেল সংবর্ধিত অতিথি ক্লাবের স্থায়ী কমিটির সদস্য, কার্টিন ল স্কুল পার্থ অষ্ট্রেলিয়ার প্রভাষক ও সাবেক যুগ্ন জেলা দায়রা জজ ড,জুলফিকার আলী, ক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক বেলাল হোসেন চৌধুরী, ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মীর রেজাউল ইসলাম শালুক,স্থায়ী কমিটির ভাইস – চেয়ারম্যান এস,এম,আহসানুল কবির চৌধুরী টিটু প্রমূখ। সভায় প্রধান অতিথি এবং অনন্য অতিথিদের বক্তব্যে এই কথায় সু স্পষ্ট ভাবে প্রতীয়মান হয় চিটাগং ইডেন ক্লাব চট্টগ্রামের একটি অনন্য অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের নানাবিধ সামাজিক কাজ সত্যিই প্রশংসার দাবীদার। এই সংগঠনের নানাবিধ সামাজিক কর্মকাণ্ড সহ যাবতীয় কাজে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে এবং সকলেই এই সংগঠনের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। পরে অতিথিবৃন্দ ইডেন ক্লাবের বিভিন্ন খেলাধুলা, চিত্রাংকন প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ করেন। পরে ঢাকা থেকে আগত ব্যান্ড দলের আয়োজনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply