আসাদুজ্জামান মাসুদঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বে এখন কভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৩ হাজার ৪৭৯ জন। এবং মারা গেছে এ পর্যন্ত ৪০ হাজার ৬৪৬ জন। আর সুস্থ হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৯ জন। বর্তমানে সারা বিশ্বের দুই শতাধিক দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। কভিড-১৯ আক্রান্তের ব্যাপকতায় বর্তমানে শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্র। মৃত্যুপুরী ইতালির থেকেও আক্রান্তের ব্যাপকতায় ছাড়িয়ে যাচ্ছে অন্যান্য দেশ। করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি মারা গেছে ইটালিতে। এছাড়াও মিয়ানমারে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার এবং একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে রাশিয়াতে করোনা ভাইরাসে একদিনে শনাক্ত হয়েছে ৫০০ জন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত ৪ মার্চ যে চিকিৎসকের সঙ্গে করমর্দন করেছিলেন সেই চিকিৎসকের দেহে করোনাভাইরাস এর জীবাণু পাওয়া গেছে। এছাড়াও আফ্রিকার দেশ কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জ্যাকস জোয়াকিম ইয়োমবি ওপানগো করোনা ভাইরাস এ আক্রান্ত হয়ে মারা গেছেন। স্পেনে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর একদিনে সর্বোচ্চ মারা গেছে ৮৪৯ জন। যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩৯৩ জন। জাপানে গতকাল করোনা ভাইরাসে মারা গিয়েছেন বাংলাদেশে কাইস্যা নামে জনপ্রিয়তা পাওয়া জাপানের কৌতুক অভিনেতা। পাকিস্তানের হায়দ্রাবাদের একটি মসজিদে তাবলিগ জামাতের অংশ নেওয়া ৩৬ জন সদস্যের দেহে করোনা ভাইরাস এর জীবাণু পাওয়া গেছে। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪৩ জন। এবং পাকিস্তানে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৮০০ জন। এদিকে দিল্লির এক মসজিদে তাবলিগ জামাতে অংশ নিয়ে করোনাভাইরাসে ৬ ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ১মার্চ থেকে ১৫ই মার্চের মধ্যে ওই মসজিদে ২০০০ এর উপর মুসল্লী তবলিগ জামাতে অংশ নিয়েছিল। এছাড়াও ওই মসজিদের বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা এসে তাবলিগ-জামাত অংশ নেয়। ব্রিটেনে এপর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ১৪০০ দাঁড়িয়েছে। এবং ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন।
Leave a Reply