শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সকল প্রতিকূলতা ডিঙিয়ে যেতে চাই : লক্ষ্মীপুরের ডিসি পিরোজপুরে শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  “সরকারী মাল দরিয়া মে ডাল” আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট ও দখল হলেও দেখার কেউ নেই তালতলীতে জেলা পরিষদের অধীনস্থ পুকুর অবমুক্তের দাবীতে মানববন্ধন ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড সন্দ্বীপে মাদক ব্যবসায়ীর বাসা তল্লাশী চালিয়ে দেশীয় অস্ত্রসহ ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করেছে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র বিরুদ্ধে নানা ধরনের অপ্রপ্রচারের অভিযোগ ঢাবি হলে তোফাজ্জেলের হত্যাকারীদের বিচারের দাবিতে বরগুনায় মহিলা পরিষদের মানববন্ধন ৯ ব্যাংকে তারল্য ঘাটতি ছাড়িয়েছে ১৮ হাজার কোটি টাকা নারায়ণগঞ্জে শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৮ জনের নামে মামলা

বিশ্বজুড়ে বাড়ছে লাশের সংখ্যা

  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২০, ৩.৩৩ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বে এখন কভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৩ হাজার ৪৭৯ জন। এবং মারা গেছে এ পর্যন্ত ৪০ হাজার ৬৪৬ জন। আর সুস্থ হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৯ জন। বর্তমানে সারা বিশ্বের দুই শতাধিক দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। কভিড-১৯ আক্রান্তের ব্যাপকতায় বর্তমানে শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্র। মৃত্যুপুরী ইতালির থেকেও আক্রান্তের ব্যাপকতায় ছাড়িয়ে যাচ্ছে অন্যান্য দেশ। করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি মারা গেছে ইটালিতে। এছাড়াও মিয়ানমারে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার এবং একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে রাশিয়াতে করোনা ভাইরাসে একদিনে শনাক্ত হয়েছে ৫০০ জন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত ৪ মার্চ যে চিকিৎসকের সঙ্গে করমর্দন করেছিলেন সেই চিকিৎসকের দেহে করোনাভাইরাস এর জীবাণু পাওয়া গেছে। এছাড়াও আফ্রিকার দেশ কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জ্যাকস জোয়াকিম ইয়োমবি ওপানগো করোনা ভাইরাস এ আক্রান্ত হয়ে মারা গেছেন। স্পেনে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর একদিনে সর্বোচ্চ মারা গেছে ৮৪৯ জন। যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩৯৩ জন। জাপানে গতকাল করোনা ভাইরাসে মারা গিয়েছেন বাংলাদেশে কাইস্যা নামে জনপ্রিয়তা পাওয়া জাপানের কৌতুক অভিনেতা। পাকিস্তানের হায়দ্রাবাদের একটি মসজিদে তাবলিগ জামাতের অংশ নেওয়া ৩৬ জন সদস্যের দেহে করোনা ভাইরাস এর জীবাণু পাওয়া গেছে। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪৩ জন। এবং পাকিস্তানে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৮০০ জন। এদিকে দিল্লির এক মসজিদে তাবলিগ জামাতে অংশ নিয়ে করোনাভাইরাসে ৬ ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ১মার্চ থেকে ১৫ই মার্চের মধ্যে ওই মসজিদে ২০০০ এর উপর মুসল্লী তবলিগ জামাতে অংশ নিয়েছিল। এছাড়াও ওই মসজিদের বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা এসে তাবলিগ-জামাত অংশ নেয়। ব্রিটেনে এপর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ১৪০০ দাঁড়িয়েছে। এবং ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com