ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফলাফলের ওয়েবসাইটি হ্যাক করা হয়েছে।
ওয়েবসাইটে প্রবেশ করলে একটি জুয়া বা অনলাইন গ্যাম্বলিং সাইট ( ডিভি টোটো) এর বিজ্ঞাপন বা পেজ প্রদর্শিত হচ্ছে, যেখানে ‘টোটো স্লট’, ‘টোটো টোগল’, এবং ‘স্লট গ্যাচর’ জাতীয় লিখা ভেসে উঠছে। এগুলো মূলত ইন্দোনেশিয়ায় প্রচলিত অনলাইন জুয়ার ভাষা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল তুষার বলেন, ‘বিষয়টি কন্ট্রোল রুমে জানানোর পর তারা এটি নিয়ে কাজ করছে।’
Leave a Reply