তুরস্কে আঘাত হানা ভূমিকম্পে অন্তত: ১৮জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৫০০ জনের অধিক । ELAZIG প্রদেশের SIVRICE শহরে ভূমিকম্পে ১০টির বেশি ভবন ধ্বসে পড়ে । তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী, সোলায়মান সয়লু জানিয়েছেন, ELAZIG প্রদেশে ১০জন প্রাণ হারান । এই প্রদেশের ELAZIG CITY সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । ভূমিকম্পের পরেও ১৫টি মৃদু ভূ-কম্পন হয়েছে বলে খবরে প্রকাশ । যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভে জানায়, প্রায় ৫ লক্ষ জনগণ এই ভূ-কম্পনের আওতায় ছিলেন ।
এছাড়াও, ইরাক, সিরিয়া ও লেবাননেও এই ভূ-কম্পন অনুভূত হয় ।
Leave a Reply