ইরান-ইসরাইল সংঘাত শুরুর পর থেকেই চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এই দুই দেশের বাসিন্দারা। এরই মধ্যে বিভিন্ন দেশের বিদেশি নাগরিক দেশদুটি ছেড়ে চলে গেছে। এখন নিরাপদ আশ্রয় খুঁজছেন দেশদুটির বাসিন্দারাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সবাইকে সরে যেতে বলায় শহরটির এককোটি বাসিন্দা কোথায় আশ্রয় নেবে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে, ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান করেও ক্ষেপণাস্ত্রের হাত থেকে নিজেদের নিরাপদ মনে করছেন না ইসরাইলিরা।
ইরানের রাজধানী তেহরান ছাড়ার চেষ্টা করছেন অনেক মানুষ। তবে গত কয়েক দিনের মতোই তেহরানের রাস্তাঘাট এখনো যানজটে ঠাসা। তেহরান থেকে বেরিয়ে যাওয়া একটি পরিবার জানায়, মাত্র তিন ঘণ্টার রাস্তা যেতে তাদের ১৪ ঘণ্টা সময় লেগেছে। তারপরও যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে সরে যেতে পারায় নিজেদের ভাগ্যবান মনে করছে পরিবারটি। রাজধানী থেকে যারা বেরিয়ে যেতে পারছেন, তারা সবাই স্বস্তি প্রকাশ করেছেন।
সবাই তেহরান ছাড়ার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে। মানুষজন ভীষণ ভয়ের মধ্যে রয়েছে। ট্রাম্প শহর ছাড়তে বলায় কেউই আর দেরি করতে রাজি না। সবাই ভাবতে তেহরানের পরিস্থিতি আরো ভয়াবহ হতে চলেছে। তবে তাদের অনেকে আবার উদ্বিগ্ন প্রিয়জনদের নিয়ে, যারা এখনো তেহরান ছাড়তে পারেননি।
প্রথমে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের একটি অংশের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সবাইকে তেহরান ছেড়ে যেতে হবে। কিন্তু তেহরানের এক কোটি বাসিন্দা সরে গিয়ে কোথায় আশ্রয় নেবে প্রশ্নই ঘুরছে শহরটির বাসিন্দাদের মনে।
অনেকেই আবার বলছেন, কোনো পরিস্থিতিতেই নিজেদের জায়গা ছেড়ে যাবেন না তারা। তাদের ভাষায়, তেহরান ছেড়ে আমরা কোথায় যাবো? যাদের অনেক সঞ্চয় আছে তারা হয়তো সাময়িকভাবে কোথাও গিয়ে আশ্রয় নিতে পারে কিন্তু আমাদের মতো নিম্নবিত্তদের পালিয়ে যাওয়ার মতো কোন উপায় নেই। তাই বাঁচি আর মরি, আমাদেরকে তেহরানেই থাকতে হবে।
এদিকে, উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে ইসরাইলিদেরও। ইরান-ইসরাইলের পাল্টাপাল্টি হামলায় তাদেরও স্বাভাবিক জনজীবন থমকে গেছে। ইসরাইলিরা গত শুক্রবার থেকে দিন–রাতের বেশির ভাগ সময় ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রগুলোয় অবস্থান করছেন। কিন্তু ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বাংকারগুলো ইসরাইলিদের সম্পূর্ণ সুরক্ষা দিতে পারছে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
তেল আবিবের এক বাসিন্দা বলেন, প্রতিদিন আমাদের ঘুম ভাঙছে আতঙ্কে। এক একদিন এক এক জায়গায় ঘুমাচ্ছি। সবাই হিসেব করে খাবার খাচ্ছে কেননা কতোদিন যুদ্ধ চলবে তার কোন ঠিক নেই। তাছাড়া কারো কিছু করার মতো নেই। এখন সবাই বসে শুধু দুশ্চিন্তা করছে।
এদিকে, সংঘাতপূর্ণ ইরান-ইসরাইল থেকে এরই মধ্যে বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফিরিয়ে নিতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ থাকায় ইসরাইলে থাকা বিদেশি নাগরিকদের জর্ডান হয়ে দেশে ফিরছে।
Leave a Reply