বুধবার, ০২ জুলাই ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক শহিদকে প্রাণনাশের হামলাকারী ফোরকানসহ গ্রেফতার হয়েও থেমে নেই অপরাধীরা বরগুনা-২ (পাথরঘাটা-বামননায়) বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে মাওলানা শামীম কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য হাসান মামুনকে “জিয়া সমগ্র” গ্রন্থ উপহার আন্তর্জাতিক জুজুৎসু প্রতিযোগিতায় পদক বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা  ‎কিশোরী’কে ধর্ষণের দায়ে মামলার প্রধান আসামী র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকে ১৬ দফা ঘোষণা শীর্ষ কমান্ডারদের শেষ বিদায় জানাতে তেহরানে জড়ো হন হাজারো মানুষ বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব ছাড়লেন নাজমুল হোসেন পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে বোমা হামলায় ১৩ সেনা নিহত করোনা সংক্রমণের নতুন ঢেউয়ে দুইজনের মৃত্যু

ঈদুল আযহা ২০২৫ এ দর্শক মাতাতে আসছে যে নাটকগুলো

  • আপডেট সময় রবিবার, ১ জুন, ২০২৫, ৭.৪৪ পিএম
  • ১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশে বিনোদন জগতের সবচেয়ে বড় মৌসুম হলো ঈদ। নির্মাতা থেকে শুরু করে অভিনয়শিল্পীরা তাদের সেরা কাজ দেখানোর জন্য রীতিমত মুখিয়ে থাকেন এই সময়টির জন্য। ছোট পর্দার শিল্পীদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটে না। বরং পুরো ঈদ সপ্তাহ জুড়ে মহা সমারোহে সাজানো হয় নাট্যসূচী। টিভির পাশাপাশি ইউটিউব প্ল্যাটফর্মকে উদ্দেশ্য করেও নির্ধারিত হতে থাকে মুক্তির দিনক্ষণ। ২০২৫-এর ঈদুল আযহাতেও মুক্তি পাচ্ছে চমকপ্রদ সব নাটক। পারিবারিক আবেগে মোড়া কাহিনীর সাথে এগুলোতে সমন্বয় ঘটছে চিরাচরিত রোমান্টিক হাস্যরসের। তবে সবকিছুকে ছাপিয়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে পুরনো ও উদীয়মান তারকাদের উপস্থিতি। চলুন, সেগুলোর মধ্য থেকে সেরা কয়েকটি নাটকের ব্যাপারে জেনে নেয়া যাক।

আসন্ন কুরবানী ঈদ ২০২৫ এ মুক্তির অপেক্ষায় যে নাটকগুলো.

ক্ষতিপূরণ

সর্বাধিক আলোচিত শিরোনামটি হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ক্ষতিপূরণ। এর মাধ্যমে দ্বিতীয়বারের মত দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী। এবার তাকে দেখা যাবে ইয়াশ রোহানের বিপরীতে।

সিদ্দিক আহমেদ রচিত নাটকটির গল্পের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তবে নির্মাতারা জানিয়েছেন যে, এতে সন্তানের প্রতি মায়ের নিঃস্বার্থ ভালবাসার দিকটি প্রতিফলিত হয়েছে। সন্তানের জন্য একজন মায়ের ভালবাসা সকল পরিমাপের উর্ধ্বে। কোনও কিছু দিয়েই এই ঋণের শোধ হয় না। কেননা পৃথিবীর সবচেয়ে অমূল্য এই উপহারের যোগ্য কোনও প্রতিদান নেই।

এমনি আবেগঘন গল্পকে আরও গভীরতা এনে দিয়েছে আরফিন রুমির একটি গান। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর ও সঙ্গীতায়োজন করেছেন রুমি নিজেই। গানটির গীতিকার রবিউল ইসলাম জীবন।

নাটকটির অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরীফ ফারজানা বুশরা, এবং আয়মান শিমলা।

‘ক্ষতিপূরণ’ দেখতে চোখ রাখতে হবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।

ক্যাফে’তে ভালবাসা

সমসাময়িক লেখক শফিক রিয়ানের এক হৃদয়গ্রাহী গল্পকে নাট্যরূপ দিয়েছেন আনিসুর রহমান রাজীব। নাটকের শিরোনাম- ক্যাফে’তে ভালবাসা, যার শ্রেষ্ঠাংশে রয়েছেন পার্থ শেখ এবং তানিয়া বৃষ্টি। রোমান্টিক ঘরানার নাটকটি তারুণ্যদ্বীপ্ত আবেগের উন্মুক্ত পরিস্ফূটনের দাবি রাখছে।

নাটকের বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন শামীম মোল্লা, আনোয়ার শাহ, মৌশিকা, মারিয়া তাবাসসুম এবং অপর্ণা অর্ন্না।

বোহেমিয়ান ঘোড়া

‘মহানগর’ ও ‘মোবারকনামা’র দর্শকরা খুব ভালভাবেই টের পেয়েছেন যে মোশাররফ করিম কেবল রম্য চরিত্রে সেরা নন। প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে যাওয়া এই অভিনেতা এবার আসছেন এক অপ্রত্যাশিত রূপে। ঈদ নাটক ‘বোহেমিয়ান ঘোড়া’তে তার ‘আব্বাস’ চরিত্রটি একদম হাস্যরসে ভরপুর। কিন্তু নির্দেশক যেখানে অমিতাভ রেজা চৌধুরী, তখন তো সেখানে ব্যতিক্রম কিছু থাকবেই।

নাটকের আব্বাস একজন ট্রাক চালক, যার জীবন সমূহ বিড়ম্বনায় পর্যুদস্ত। হাজার চেষ্টাতেও তার মুক্তি মেলে না আপদ থেকে। বরং আরও জড়িয়ে যেতে থাকে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার আবর্তে।

এমনি পটভূমিতে মোশাররফ করিমের বিপরীতে দেখা যাবে এক ঝাঁক তারকা অভিনেত্রীকে।

তারা হচ্ছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুঁই করিম, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।

এ সিক্রেট অফ শিউলি

নারী-কেন্দ্রিক এই নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিঙ্কু। নাম ভূমিকায় রয়েছেন এ সময়ের দর্শকনন্দিত অভিনেত্রী তানজিন তিশা। নাট্য নির্মাণটির মধ্য দিয়ে প্রথমবারের মত তিশার সাথে একত্রে ফ্রেমবন্দি হয়েছেন মীর রাব্বি।

গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম এবং রোজি সিদ্দিকীর মতো অভিজ্ঞ অভিনয়শিল্পীরা।

নাটকটি আসন্ন ঈদে বাংলাভিশন ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সংসার বিষের বড়ি

সন্তুষ্টি যখন সর্বদা নাগালের বাইরে, তখন সেখানে সুখী হওয়াটা কষ্টসাধ্য ব্যাপার। সংসারের আনাচে-কানাচে বিচ্ছিন্ন ভাবে আনন্দ লুকিয়ে থাকলেও তা প্রায়ই দৃষ্টি এড়িয়ে যায়। কখনও কখনও তা উদাত্ত ভাবে উপেক্ষা করা হয়। এমনি পটভূমিতে এগিয়ে যাবে ‘সংসার বিষের বড়ি’ নাটকের গল্প।

সুজিত বিশ্বাসের রচনায় এর পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক।

পারিবারিক নাট্যকেন্দ্রিক এই গল্পের মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং তাসনুভা তিশা।

নাটকটির প্রযোজনায় রয়েছে হাউস লাবনী ৪।

মায়াডোর

পরিবারের আবেগঘন বিষয়গুলো নিয়ে নির্মিত আরও একটি নির্মাণ ‘মায়াডোর’, যার নির্দেশনা দিয়েছেন ইমরাউল রাফাত। তারকা নির্ভর নাটকটি ইতোমধ্যে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর গল্প এগিয়ে যাবে জীবনের সামাজিক বন্ধন, সম্পর্ক এবং এগুলোর চারপাশে আবর্তিত প্রতিদিনে যাপিত জীবনকে উপজীব্য করে।

এর শ্রেষ্ঠাংশে রয়েছেন শ্যামল মাওলা, তানজিন তিশা, পার্থ শেখ, আয়েশা খান, সমু চৌধুরী এবং চিত্রলেখা গুহ।

‘মায়োডোর’-এর প্রিমিয়ার হবে ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে।

পূর্ণতায় তুমি

প্রখ্যাত নাট্যকার চয়নিকা চৌধুরীর ‘পূর্ণতায় তুমি’ এবারের প্রথম সারির রোমান্টিক নাটকগুলোর প্রতিনিধিত্ব করছে। নাটকের প্রধান চরিত্রে দেখা যাবে এ সময়ে সবচেয়ে পরিচিত মুখ নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমি। জনপ্রিয় এই জুটির সাথে চয়নিকা চৌধুরীর এটাই প্রথম কাজ।

চিত্রনাট্যে কাজ করেছেন ইফফাত আরেফিন মাহমুদ এবং প্রযোজনা প্রতিষ্ঠান টেলিহোম।

সহ-অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন অভিষেক সোহাগ এবং টুনটুনি।

শেষাংশ

ঈদুল আযহা ২০২৫-এর এই নাটকগুলোর মুক্তির দিন কাছাকাছি আসার সাথে সাথে এগুলোকে ঘিরে বাড়ছে উৎসবমুখরতা। তন্মধ্যে সর্বাধিক প্রত্যাশিত শিরোনামগুলোর মধ্যে রয়েছে ‘ক্ষতিপূরণ’। এছাড়া মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’ এবং ‘সংসার বিষের বড়ি’ আলাদাভাবে আকর্ষণের খোরাক যোগাচ্ছে। ‘মায়াডোর’ এবং ‘পূর্ণতায় তুমি’তে পাওয়া যাবে পারিবারিক বন্ধনের সাথে প্রণয়াশ্রিত আবেগের পরিমিত সন্নিবেশ। রোমান্টিক গল্পপ্রেমিদের জন্য নতুন মুগ্ধতার দাবি রাখছে ‘ক্যাফে-তে ভালবাসা’ এবং ‘এ সিক্রেট অফ শিউলি’।

সব মিলিয়ে ছোট পর্দার এই আয়োজন বাংলাদেশি নাট্যপ্রেমিদের ঈদ বিনোদনে আকর্ষণীয় সংযোজন হতে চলেছে।

– ইউএনবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com