রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ওমরাহ পালনকারী মুসলমানদের নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব কাল থেকে রাজধানীর ১৩ পয়েন্টে কম দামে মিলবে ডিম জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য দেয়া হবে পাকিস্তানের কুয়েটার রেল স্টেশনে শক্তিশালী বোমা হামলায় নিহত ১৭ আওয়ামী লীগ সভা-সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা মোকাবেলা করবে : প্রেস সচিব শফিকুল আলম কুমিল্লায় পুকুরে ডুবে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার পলক, ইনু ও মেনন রিমান্ড শেষে কারাগারে সরকারি খরচে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ২৮০১৬ জনকে আইনি সহায়তা শহিদ গোলাম নাফিজকে বহনকারী রিক্সাটি গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রাখা হবে : নাহিদ ইসলাম ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বাইডেন

শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কেন নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট

  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২০, ১২.০৯ এএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

ধর্ষণের ঘটনা জ্যামিতিক হারে বেড়ে যাওয়ায় সর্বমহলেই উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে শিশু ধর্ষণের ঘটনায় অভিভাবকরা বিচলিত। এই অবস্থায় বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালতে। এ সংক্রান্ত একটি রিট আমলে নিয়ে শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নারী নির্যাতন ও ধর্ষণ ঠেকাতে একজন বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। রিটটি দায়ের করেন ব্যারিস্টার খন্দকার এম এস কাওসার।

আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, অন্তর্বর্তী আদেশের পাশাপাশি ১৬ বছরের নিচে কেউ ভিকটিম হলে সে ক্ষেত্রে ধর্ষকের শাস্তি মৃত্যুদ- প্রণয়ন করায় সরকারের নিক্রিয়তা কেন বে-আইনি হবে না, তা রুলে জানতে চেয়েছেন আদালত। পাশাপাশি ধর্ষণের ঘটনায় কারও মৃত্যু ঘটলে সে ক্ষেত্রে আইনে মৃত্যুদ-ের পাশাপাশি যাবজ্জীবন সাজার যে বিধান রয়েছে, সে যাবজ্জীবন সাজা উঠিয়ে দিতে সরকারের নিস্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।

এছাড়া ধর্ষণের ভিকটিমদের জন্য সাক্ষী সুরক্ষা আইন কেন প্রণয়ন করা হবে না, ধর্ষকদের ডিএনএ সংরক্ষণের জন্য কেন ডিএনএ ডাটাবেজ করা হবে না, প্রতিটি জেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে ভিকটিমদের সুরক্ষায় কেন নির্দেশ দেয়া হবে না, ভিকটিমদের ছবি গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে কেন সতর্কতা অবলম্বন করা হবে না, সব ধরনের ধর্ষণের অপরাধের জন্য কেন পৃথক একটি আদালত গঠন করা হবে না এবং সে আদালতে দ্রুত মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে কেন নির্দেশ দেয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com