এইচ,আর,হিরু,গাইবান্ধাঃ পলাশবাড়ী পৌরসভা ঘোষনার পর গত বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) প্রথম বারের মতো পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৬ টি কেন্দ্রে ৯৪টি বুথ স্থাপন করে ইভিএমএর মাধ্যমে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে এ শহরের ভোটাররা তাদের ভোটা ধিকার প্রয়োগ করে।
এই পৌরনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৬ জনপ্রার্থী। এদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মো: আবুবক্কর প্রধান,নারীকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো: গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মো: আবুল কালাম আজদ, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মো : মজিবুর রহমান,স্বতন্ত্র প্রার্থী জগ নিয়ে হাবিবুর রহমান ইসলাম,কম্পিউটার নিয়ে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম।
এতে আওয়ামি লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের হারিয়ে বিপুল ভোট পেয়ে মেয়র পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার বিপ্লব।তিনি নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১০ হাজার ২৬২ ভোট পেয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকাপ্রতীকে আবুবক্কর প্রধান পেয়েছেন ৫ হাজার ৮৬৭ ভোট, বিএনপির মনোনীত প্রার্থী মো: আবুল কালাম আজদ ধানেরশীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯শত ৩৬ ভোট,জাতীয় পার্টির মো : মজিবুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬১৮ ভোট,স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ইসলাম জগ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৭১ ভোট, স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম কম্পিউটার প্রতীকে পেয়েছেন ৩৬১ ভোট।ভোটগণনা শেষে জেলা নির্বাচন অফিসার ও পলাশবাড়ী পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল মোত্তালিব এ ফলাফল ঘোষণা করেছেন।
এ নির্বাচনে মোট ৩১ হাজার ৬০২ জন ভোটারের মধ্যে ২৩ হাজার ৩ শত ৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
এছাড়াও ৩টি ওয়ার্ডে সংরক্ষিতআসনে প্রতিদ্বন্দ্বীতা করেন ২২ জননারী এবং সাধারণ কাউন্সিলার পদে ৮৪ জনপ্রতিদ্বন্দ্বীতা করেন।জানা যায়, ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে দিন ব্যাপী উৎসব মুখর পরিবেশে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।দিনব্যাপী এ নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়। প্রতিটি কেন্দ্রে চারজনপুলিশ ও দুইজন আনসার মোতায়েন করা হয়। এছাড়াও ৯ জন নির্বাহীম্যাজিষ্টেড এর সমন্বয়ে ৩ টি মোবাইলটিম ও একটিষ্টাইককিং ফোর্স ও এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
এদিকে নির্বাচনে ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করছেন জেলা প্রশাসক আব্দুল মতিন , জেলা পুলিশ সুপার মোহাম্মাদ তৌহিদুল ইসলাম,রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব,সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার শাহিনুর আলম।তারা অবাক সুষ্ঠনির্বাচনের লক্ষ্যে দিন ব্যাপী নির্বাচনের সার্বিক বিষয়ে প্রিজাইডিং অফিসার ,পোলিং অফিসার সহসাধারণ ভোটার ও আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের খোজ খবর নেয় ।
Leave a Reply