ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করে এক মাসের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হক সোমবার (২৫ নভেম্বর) এ আদেশ দেন।
একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, এ আদেশের ফলে ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে আর কোনো বাধা নেই।
নিরাপত্তা উদ্বেগ ও সড়ক দুর্ঘটনা কমাতে গত ২০ নভেম্বর ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে তিন দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট।
একইসঙ্গে এসব যানবাহন থামাতে তাদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
ঢাকা সিটি করপোরেশনের রিকশা মালিক ঐক্য জোটের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়।
Leave a Reply