সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন নাটকে অভিনয় করছেন ডা. সাবরিনা কবি নজরুল শহিদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান : আলী লারিজানি সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের পাবনায় নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় স্পট লোন পেলেন সিলেটের সিএমএসএমই উদ্যোক্তারা

কবি নজরুল শহিদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা

  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৬.২০ পিএম
  • ১ বার পড়া হয়েছে

সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজের পর বন্ধ ঘোষণা করা হয়েছে কবি নজরুল সরকারি কলেজ। সোমবার (২৫ নভেম্বর) কলেজের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত মঙ্গলবার (২৬ নভেম্বর) কবি নজরুল সরকারি কলেজের শ্রেণি পাঠদান বন্ধ থাকবে। এর আগে ২৫ ও ২৬ নভেম্বর সোহরাওয়ার্দী কলেজ বন্ধ রাখার ঘোষণা দেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ।
জানা যায়, ন্যাশনাল মেডিকেলে ভুল চিকিৎসায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ২০ নভেম্বর ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা লাশ নিতে এলে না দেয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। সন্ধ্যার পর পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে সরিয়ে দেয়। পরদিন ২১ নভেম্বর (বৃহস্পতিবার) ডিএমআরসির শিক্ষার্থীরা আবার ন্যাশনাল মেডিকেলে এলে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে বলে অভিযোগ শিক্ষার্থীদের। তাই সে হামলার প্রেক্ষিতে গতকাল রোববার (২৪ নভেম্বর) সুপার সানডে ঘোষণা করে ন্যাশনাল মেডিকেল, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের নেতৃত্বে ৩৫ কলেজের শিক্ষার্থীরা।

গতকাল রোববার মোল্লা কলেজের নেতৃত্ব ন্যাশনাল মেডিকেল, সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজে হামলার প্রতিবাদে সোমবার (২৫ নভেম্বর) মেগা মানডে ঘোষণা করে সকাল থেকেই কলেজ গেটে অবস্থান নেয় সরকারি সোহরাওয়ার্দী ও কবি নজরুলসহ সাত কলেজের হাজারও শিক্ষার্থী। সোমবার দুপুরের দিকে হাজারও শিক্ষার্থী নিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে তান্ডব চালায় তারা। এ সময় মোল্লা কলেজের ভবনের গ্লাসসহ বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়। বের করে নিয়ে আসতে দেখা গেছে মোল্লা কলেজের বেশ কিছু আসবাবপত্র ও কম্পিউটার।

সে সময় সংঘর্ষের কারণে বন্ধ হয়ে যায় যাত্রাবাড়ী-ডেমরা সড়ক। ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে ভোগান্তিতে পড়তে হয় যানচলাচলকারীদের। সংঘর্ষের সময় লাঠিসোঁটা, রড নিয়ে যেতে দেখা যায় শিক্ষার্থীদের। এ সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। সবশেষে তথ্য মতে জানা যায়, যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় মোল্লা কলেজের সামনে ইতোমধ্যে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও জানা যায়, সংঘর্ষের ঘটনায় আহত ৩৫ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অনেকেই মাথায় আঘাত পেয়েছেন। এদিকে সংঘর্ষে জড়ানো সোহরাওয়ার্দী, কবি নজরুল ও মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষের সাথে বসার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com