সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন নাটকে অভিনয় করছেন ডা. সাবরিনা কবি নজরুল শহিদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান : আলী লারিজানি সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের পাবনায় নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় স্পট লোন পেলেন সিলেটের সিএমএসএমই উদ্যোক্তারা

বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় স্পট লোন পেলেন সিলেটের সিএমএসএমই উদ্যোক্তারা

  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৬.০৬ পিএম
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের অংশ হিসেবে সিলেটে বাংলাদেশ ব্যাংকের ২৫,০০০
কোটি টাকার প্রাক-অর্থায়ন প্রকল্পের সুবিধাভোগীদের সাথে একটি ফোকাস গ্রুপ ডিসকাশন এবং প্রকাশ্যে ঋণ
বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে সিএমএসএমই উদ্যোক্তারা স্পট লোন সুবিধা পান।
বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে প্রাথমিকভাবে চালু হওয়া এই উদ্যোগটিকে পরবর্তীতে প্রাক-
অর্থায়ন প্রকল্পের অধীনে রূপান্তরিত করা হয়। এই উদ্যোগটি দেশের কটেজ, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি
ব্যবসায়ের ক্ষমতায়নের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক অনুষ্ঠানটির আয়োজন করে। ১৬ নভেম্বর
২০২৪ সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সিলেটে কর্মরত অন্যান্য ব্যাংকের কর্মকর্তারাও
অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এসএমই অ্যান্ড স্পেশাল
প্রোগ্রাম বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান
কার্যালয়ের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মুহম্মদ মুস্তাফিজুর রহমান এবং
মুহাম্মদ নাজমুল হক।
কর্মকর্তারা অংশগ্রহণকারী ব্যাংকের গ্রাহকদের মাঝে ২ কোটি ২৫ লাখ টাকার স্পট লোন বিতরণ করেন। এই
প্রকল্পের অধীনে সিলেট জেলার ৮০ জনেরও বেশি সুবিধাভোগী মোট ২০ কোটি টাকার বেশি ঋণ পেয়েছেন। তাঁরা বাংলাদেশ
ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিদের আগামী বছরগুলোতে এই সুবিধাগুলো আরও বাড়ানোর অনুরোধ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং
সৈয়দ আব্দুল মোমেন, হেড অব স্মল বিজনেস (সেন্ট্রাল) আলমগীর হোসেন, হেড অব স্মল বিজনেস (নর্থ) বিপ্লব
কুমার বিশ্বাস, এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিলেট রিজিওনের রিজিওনাল হেড রেজাউর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com