সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন নাটকে অভিনয় করছেন ডা. সাবরিনা কবি নজরুল শহিদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান : আলী লারিজানি সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের পাবনায় নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় স্পট লোন পেলেন সিলেটের সিএমএসএমই উদ্যোক্তারা

দেশে চলছে রাষ্ট্রীয় অনাচার আজকে কারো কোনো নিরাপত্তা নেই : রিজভী

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০, ৭.০৩ পিএম
  • ৩২০ বার পড়া হয়েছে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে চলছে রাষ্ট্রীয় অনাচার। আজকে কারো কোনো নিরাপত্তা নেই। সুতরাং অনাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এ নেতা এসব কথা বলেন। জাতীয়তাবাদী ওলামা দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন, ধর্মীয় মূল্যবোধ ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘আজকে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা যারা দখল করে বসে আছে তাদের দিয়ে ১২ বছরে আলেম-ওলামাদের নানাভাবে নিপীড়ন করা হয়েছে। বিশেষ করে হেফাজতের আন্দোলনের সময়। নিষ্ঠুর আচরণে মানুষ বিপন্ন। বাড়িতে থাকতে ভয় পাচ্ছে। রাস্তায় চলতে ভয় পায়।

‘সিলেটের এমসি কলেজে নারী ধর্ষণের ঘটনায় প্রমাণিত হয় যেন আদিম যুগ ফিরে এসেছে। তারপর নোয়াখালীর একলাশপুরে নারীর ওপর বীভৎস নিপীড়ন করা হলো। আর আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা বিএনপিকে দোষারোপ করছে।

বিএনপির এ নেতা বলেন, ‘অপরাধীদের বিরুদ্ধে নিপীড়ত পরিবার মুখ খুলতে ভয় পাচ্ছে। পুলিশও নিশ্চুপ। তাহলে বুঝেন কোন ধরনের শাসন ব্যবস্থা কায়েম হয়েছে? কারণ এ ধরনের অপরাধীদের আশ্রয় দিয়ে লালন করছে রাষ্ট্র ও সরকার।

এই হচ্ছে জনগণের পাশে আওয়ামী লীগের থাকার নমুনা! অথচ বিএনপি একটি মিছিল করুক টপাটপ গ্রেপ্তার করে। বড় কোনো কিছু করুক তখন গোয়েন্দা অভিযান চালায়। এখানে তারা খুব নৈপূণ্য দেখায়। আপনারা শোনেননি, সাংবাদিক সাগর-রুনির হত্যার বিচার প্রশ্নে তারা বলেছিল, সরকার কি বেডরুম পাহারা দেবে ?

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, সরকার একটা অপকর্ম দিয়ে আরেকটি ঢাকার চেষ্টা করছে। এখন উলফার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত থাকার খবর রটানো হচ্ছে। এ দিয়ে জনগণের দৃষ্টি ভিন্নদিকে নিয়ে যাওয়া হচ্ছে।

ওলামা দলের আহ্বায়ক শাহ মাওলানা নেছারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলাম তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ওলামা দলের আলমগীর হোসেন, আবুল হোসেন, হাজী মনজুরুল ইসলাম, আশিকুর রহমান রাজু, শামসুর রাহমান খান বেনু, হাফেজ মুহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com