সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপিকে ধ্বংস করার সুদূরপ্রসারী নীলনকশা : মির্জা ফখরুল

  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২০, ১০.৪৪ পিএম
  • ৫৯১ বার পড়া হয়েছে

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপিকে ধ্বংস করার সুদূরপ্রসারী নীলনকশা বাস্তবায়নের জন্যই জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘গ্রেনেড মেরে তাঁকে মারতে চেয়েছেন বেগম খালেদা জিয়া’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্য বানোয়াট ও ভিত্তিহীন বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

বিবৃতিতে বিএনপির মহাসচিব গ্রেনেড হামলার তদন্তে তৎকালীন বিএনপি সরকারের সময় তদন্ত কমিশন গঠন ও যুক্তরাষ্ট্র থেকে এফবিআই এসেছিল বলেও উল্লেখ করেন।

এক-এগারোর সরকারের আমলে দেওয়া চার্জশিটে তারেক রহমানের নাম ছিল না উল্লেখ করে মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুর কাহার আকন্দকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় এবং সরকারের ইচ্ছেনুযায়ী তারেক রহমানকে জড়িয়ে চার্জশিট দেওয়া হয়।’

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক এবং মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণীসহ ২৪ জন প্রাণ হারিয়েছিলেন।

এ ছাড়া পাঁচশর বেশি লোক আহত হয়েছেন। আহতদের অনেকেই সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রথম সারির অন্যান্য নেতা কোনোরকমে প্রাণে রক্ষা পান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com