সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন

বিভ্রান্তিকর সংবাদ শুধু জাতীয় ঐক্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্যই : ফখরুল ইসলাম

  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২০, ১১.৫৪ পিএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জোট করা ভুল ছিল বলে মনে করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া; গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে উড়িয়ে দিয়ে বুধবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় ঐক্য নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

ফখরুল বলেন, ‘ঈদের দিন সন্ধ্যায় আমরা স্থায়ী কমিটির সদস্যরা ম্যাডামের (খালেদা) সাথে দেখা করতে তার গুলশানের বাসায় যাই। সে বৈঠক নিয়ে কয়েকটি গণমাধ্যম পুরোপুরি অসত্য, মনগড়া এবং ভিত্তিহীন রিপোর্ট প্রকাশ করে জনমনে বিভ্রান্তি তৈরি করছে।’

বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ফখরুল বলেন, ‘আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে জাতীয় ঐক্য নিয়ে কোনও বিভ্রান্তির সুযোগ নেই। এ জাতীয় প্রচার ও বিভ্রান্তিকর সংবাদ শুধু জাতীয় ঐক্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্যই ছাপা হয়েছে।’

তিনি বলেন, বিএনপি মনে করে কতিপয় লোক জনগণকে ভুল তথ্য দিয়ে খালেদা জিয়া ও বিএনপির ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছে।

প্রসঙ্গত, ঈদুল আজহা উপলক্ষে শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খালেদার সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন।

গত ২৫ মার্চ ৭৫ বছর বয়সী খালেদা জিয়াকে ২৫ মাস কারাভোগের পর দুটি শর্তে ছয় মাসের জন্য দণ্ড স্থগিত করে কারাগার থেকে মুক্তি দেয় সরকার।

শর্ত দুটি হলো- দেশ ত্যাগ করা যাবে না এবং গুলশানের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com