সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন

রিয়াজের রজত জয়ন্তী

  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০, ৬.২০ পিএম
  • ৩৫৫ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক ,আল সামাদ রুবেল :
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়ক রিয়াজ দেখতে দেখতে তার অভিনয় জীবনের পঁচিশ বছর অর্থাৎ রজত জয়ন্তী সময়কাল অতিবাহিত করেছেন। ১৯৯৫ সালে দেওয়ান নজরুল পরিচালিত ‘বাংলার নায়ক’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে সিনেমাতে রিয়াজের অভিষেক হয়। বিমান বাহিনী’র চাকুরী ছেড়ে রিয়াজ নিজেকে সিনেমা’র নায়ক সাহিসেবেই ধীরে ধীরে ব্যস্ত করে তুলেন। ‘বাংলার নায়ক’র পর সালমান শাহ’র সঙ্গে ‘প্রিয়জন’, এবং ‘অজান্তে’, ‘বাঁচার লড়াই’,‘ পৃথিবী আমারে চায়না’, সিনেমাতে অভিনয় করেন। ১৯৯৭ সালে এটলাস মুভিজ প্রযোজিত মো: মুখলেছুর রহমান পরিচালিত ‘হৃদয়ের আয়না’ সিনেমাতে প্রথম একক নায়ক হিসেবে রিয়াজের যাত্রা শুরু হয়। প্রথম একক নায়ক হিসেবেই আলোড়ন সৃষ্টি করেন। মতিন রহমানের পরিচালনায় ‘মন মানেনা’ সিনেমায় (সালমান শাহ’র পরিবর্তে) শাবনূরের সঙ্গে প্রথম নায়ক হিসেবে তার যাত্রা শুরু। শাবনূরের সঙ্গে রিয়াজকে দর্শক লুফে নেয়। পরবর্তীতে শাবনূরের সঙ্গে আরো বহু সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেন। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমাতে রিয়াজের বিপরীতে প্রথম নায়িকা হিসেবে অভিষেক হয় চিত্রনায়িকা পূর্ণিমার। রিয়াজ তার দীর্ঘদিনের অভিনয় জীবনের ক্যারিয়ারের শাবনূর ও পূর্ণিমার সঙ্গেই বেশি অভিনয় করেছেন। নাটকে তার প্রথম অভিনয় করা অতিথি চরিত্রে হুমায়ূন আহমেদ’র ‘হাবলঙ্গের বাজারে’ নাটকে। পরবর্তীতে হূমায়ূন আহমেদ’রই নির্দেশনায় ‘দুই দূয়ারী’ সিনেমাতে অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি। পরবর্তীতে তৌকীর আহমেদ’র ‘দারুচিনি দ্বীপ’ ও চন্দন চৌধুরীর ‘কী যাদু করিলা’ সিনেমাতে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি। অভিনয় জীবনের রজত জয়ন্তী পেরুনো প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘ এটা অবশ্যই স্বীকার করতে হবে যে চলচ্চিত্রে অভিনয়ে আমার সর্বোচ্চ প্রাপ্তি কোটি কোটি দর্শকের ভালোবাসা। আর অবশ্যই এ জন্য সর্বপ্রথম যে দু’জন প্রিয় মানুষের কাছে আমি কৃতজ্ঞ সে দু’জন হলেন শ্রদ্ধেয় ববিতা আপা এবং প্রয়াত শ্রদ্ধেয় নায়ক জসীম ভাই। কারণ ববিতা আপা আমাকে হাত ধরে এখানে নিয়ে এসেছেন, আর জসীম ভাই আমাকে প্রথম কাজ করার সুযোগ দিয়েছেন। অবশ্যই কৃতজ্ঞ পরিচালিক দীলিপ বিশ^াস, মতিন রহমান, মহম্মদ হান্নান, কোহিনূওর আক্তার সূচন্দা, মতিউর রহমান পানু, এসএ হক অলিক। তারা আমার চলার পথকে সমৃদ্ধ করতে আমাকে অনেক অনেক সহযোগিতা করেছেন। অবশ্যই কৃতজ্ঞ আমার প্রত্যেক সিনেমার সহশিল্পী, প্রযোজক, সিনেমাটোগ্রাফার, মেকাপ আর্টিস্ট, কাহিনীকার’সহ আরো যারা আছেন।’
রিয়াজ পূর্ণিমা’র অভিনীত সুপার বাম্পার হিট সিনেমা ছিলো ‘মনের মাঝে তুমি’। কিন্তু এই সিনেমা হিট হবার পরও চলচ্চিত্রের এক অদৃশ্য সুতোর অশুভ টানে ধীরে ধীরে কোথায় যেন রিয়াজ হারিয়ে যান। শুধু রিয়াজই নন রিয়াজের সময়কালে যতো’জন জনপ্রিয় নায়ক ছিলেন তারাও হারিয়ে যান। ২০০৭ সালের ১৬ ডিসেম্বর রিয়াজ তিনাকে বিয়ে করেন। ২০১৫ সালের ৩০ মে তাদের ঘর আলোকিত করে আমিরা সিদ্দিকী’র জন্ম হয়। বর্তমানে রিয়াজ নিজস্ব বিজ্ঞাপনী সংস্থা ‘পিংক ক্রিয়েটিভ লিমিটেড’ নিয়েই ব্যস্ত রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com