মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক শাহনেওয়াজ এর আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় রিপোর্টার্স ক্লাব, চট্টগ্রাম জেলার কার্যকরী কমিটি গঠনে জরুরি সভা সম্পন্ন স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ ব্যবসায়ী শ্রেণিতে সম্মাননা পেলেন সগীর আহমেদ ৩ আগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র না দিলে এনসিপি নিজেই প্রণয়ন করবে ঝিনাইদহে পুলিশ হত্যায় চার জনের মৃত্যুদণ্ড ডেমরার আমুলিয়া মডেল টাউনের রাস্তার পাশে পড়েছিল যুবকের হাত-পা বাঁধা মরদেহ আলটিমেটাম আটকদের না ছাড়লে গণ-আত্মসমর্পণ চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের রংপুরে পৃথক স্থানে চালককে ছুরিকাঘাত করে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

ড্রিমলাইনারের বাড়তি নিরাপত্তা ও সতর্কতায় নজর বাংলাদেশের

  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫, ৫.৫৫ পিএম
  • ১৪ বার পড়া হয়েছে

ভারতের আহমেদাবাদে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার পর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা বোয়িং সেভেন এইট সেভেন মডেলের ছয়টি উড়োজাহাজের নিরাপত্তা ও সতর্কতায় নজর বাড়ানো হয়েছে।

উড্ডয়নের আগে একাধিকবার ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার পরই ডানা মেলছে ড্রিমলাইনার হিসেবে পরিচিত অত্যাধুনিক প্রযুক্তির উড়োজাহাজটি। কর্মকর্তারা বলছেন, যাত্রীর নিরাপত্তায় বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। প্রকৌশলী ও পাইলটেরও দেয়া হয়েছে কড়া নির্দেশনা।

ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার একটি আহমেদাবাদের বিধ্বস্তের ঘটনা। বৃহস্পতিবার ২৩২ জন যাত্রী, ১০ জন কেবিন ক্রু এবং ২ জন পাইলট নিয়ে লন্ডনের উদ্দেশে উড়াল দিয়েই ভেঙ্গে পরে বোয়িং সেভেন এইট সেভেন মডেলের বিমানটি। বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ যায় ২৭৪ জনের।

এই দুর্ঘটনার পর বিশ্বব্যাপী প্রশ্ন উঠছে বোয়িং ৭৮৭ মডেলের উড়োজাহাজগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরেও যুক্ত আছে বোয়িংয়ের এই মডেলের ছয়টি উড়োজাহাজ; যা আকাশ চলাচলের জগতে ড্রিমলাইনার হিসাবেই বেশি পরিচিত। বহরে থাকা বোয়িংয়ের ড্রিমলাইনারগুলো নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান বিমানের কর্মকর্তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বলেন, ফ্লাইট চালুর আগে একাধিকবার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বোয়িংয়ের ড্রিমলাইনারগুলোর। সেই সঙ্গে প্রকৌশলী ও পাইলটদের বাড়তি সতর্ক থাকারও নির্দেশ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

ভারতের এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার শিকার উড়োজাহাজটি দিল্লিতে থেকে যাত্রা শুরু করে আহমেদাবাদে পৌঁছায়, তারপর সেখানে লন্ডনের উদ্দেশ্যের উড়াল দেয়ার পরপরও লোকালয়ে বিধ্বস্ত হয়।

বাংলাদেশে একইভাবে ঢাকা থেকে সিলেট-চট্টগ্রাম হয়ে লন্ডন-দুবাইসহ বিভিন্ন রুটে ফ্লাই করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেশি কিছু বোয়িং ৭৮৭ মডেলের এয়ারক্রাফটস। তাই সংযোগ ফ্লাইটগুলোতে বাড়তি রক্ষণাবেক্ষণ ও সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। রানওয়েতে বার্ড হিট বা পাখির সাথে ধাক্কা এড়াতেও বিশেষ সতর্ক ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com