রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

লক্ষ্মীপুরে সমাজসেবার পক্ষে  নদী ভাঙ্গা মানুষের মাঝে ত্রাণ বিতরণ 

  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০, ৭.৫৬ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে মেঘনা নদীর ভাঙনে ভিটেমাটি হারানো পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ করেছে জেলা সমাজসেবা কার্যালয়। আজ সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমানসহ আরো অনেকে।
জানা গেছে, নদী ভাঙন কবলিত ছিন্নমূল পরিবারগুলো দীর্ঘদিন ধরে সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় সংলগ্ন লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের দুই পাশে মানবেতর জীবনযাপন করছেন। তারা দিনমজুরি ও ইটভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করছিল। চলমান সংকটে তারা কর্মহীন হয়ে পড়ে। তাই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে ছিন্নমূল পরিবার গুলোকে খাদ্য সহায়তা দিয়ে পাশে দাঁড়াল জেলা সমাজসেবা কার্যালয়।
ত্রাণ সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারের জন্য রয়েছে- ৮ কেজি চাল এবং ১ কেজি করে ডাল, তেল, পেঁয়াজ ও লবণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com