এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা) প্রতিনিধি : দেবীদ্বারে করোনা যোদ্ধা চিকিৎসক ও সাংবদিকদের সুরক্ষায় পিপিই, মাস্ক, গ্লাপস, চশমা, হেডনেট, টিস্যু, হ্যান্ড রাব সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন ঢাকা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক কুমিল্লা মডেল কলেজের প্রতিষ্ঠাতা আ’লীগ কুমিল্লা উত্তর জেলা’র প্রভাবশালী সদস্য আবুল কালাম আজাদ।
মঙ্গলবার সকাল ১১টায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মেদ কবিরের হাতে চিকিৎসকদের সুরক্ষায় ৩শত পিস করে পিপিই, মাস্ক, গ্লাপস, চশমা, হেডনেট, টিস্যু, হ্যান্ড রাব সহ বিভিন্ন সামগ্রী হস্তান্তর করেন। এর আগে আবুল কালাম আজাদ সাংবাদিকদের জন্য পিপিই, মাস্ক, গ্লাপস, চশমা গ্রহন করেন। এসব সামগ্রী গ্রহন করেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার ও সাংবাদিক আক্তার হোসেন।
আবুল কালাম আজাদ চিকিৎসক, নার্স, কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা জীবনের ঝুকি নিয়ে করোনা আক্রান্তদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। আপনাদের ব্যক্তিগত সুরক্ষায় আমর এ ক্ষুদ্র সহযোগীতা। ভবিষ্যতে আপনাদের যে কোন সহযোগীতার প্রয়োজন হলে আমাকে বলবন, আমি আপনাদের সহযোগীতায় সব সময় প্রস্তুত।
ডা: আহাম্মেদ কবির বলেন, সুরক্ষায় মান সম্পন্ন ও শৃংখলাভাবে এতো সামগ্রী বিতরণ এটাই প্রথম। তিনি এসব সুরক্ষা সামগ্রী করোনা প্রতিরোধে আগামী দিনগুলোতে অনুপ্রেঢ়না যোগাবে বলেও আশা প্রতাশ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,-আ’লীগ নেতা লুৎফর রহমান বাবুল, সুজিৎ পোদ্দার, মোঃ মামুনুর রশিদ মামুন, দেবীদ্বার পৌর সভার ৮নং ওয়ার্ড কমিশনার মোঃ মজিবুর রহমান, ওবায়দুল হক রাসেল, আব্দুর রহমান প্রমূখ।
Leave a Reply