নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার রাজধানীর কলাবাগান এলাকার বিভিন্ন ভবনে অভিযান চালায় তারা। পাঁচটি ভবনে অভিযান চালিয়ে একটির ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা করে। ভেঙে দেয়া হয় সেই ভবনসহ কয়েকটি ভবনের নকশা বহির্ভূত অংশ। মিটার জব্দ করে বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ।
মঙ্গলবার সকালে রাজধানীর কলাবাগানে শুরু হয় রাজউকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। অনুমোদন ও স্মারক নম্বর না থাকা, নকশার বাইরেও ভবনের অংশবিশেষ বাড়ানোসহ নানা অভিযোগে আগেই নোটিশ পাঠানো হয়েছিল এলাকাটিতে।
তারপরও যারা রাজউকে নিজেদের নথি দেখাননি বা অবৈধভাবে বর্ধিত করার কাজ চালু রেখেছেন তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় অনিয়মের অভিযোগে একটি বাড়ির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। অন্য নির্মাণাধীন ভবনের কর্মীরা অভিযানের তথ্য পেয়েই পালিয়ে যায়।
ফলে দরজা ভেঙে ঢুকে ভাঙা হয় বর্ধিতাংশ। আরেক ভবন মালিক আবার নোটিশ পেয়েই হাইকোর্টে রিট করেছেন। সরেজমিনে দেখা যায়, হাতুড়ির আঘাতে ভেঙে পড়ছে বাড়ির একাংশ। নির্মাণাধীন ভবনে রাজউকের চলমান অভিযানেই ভবনটির অংশ ভাঙা হচ্ছে। নিজের দোষ স্বীকার করেছেন ভবন মালিকও।
রাজউকের অনুমোদিত নকশা না মানায় ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী মেজিস্ট্রেট তাহমিনা পারভিন জানান, ভবন নির্মাণে যেসকল বাড়ির নকশায় ত্রুটি আছে তা শনাক্ত করা হবে। এমন অভিযান পুরো রাজধানীজুড়ে চলবে।
তিনি বলেন, নির্মাণাধীন ভবনের সামনে রাজউকের অনুমোদনপত্রের একটি ব্যানার বা সাইনবোর্ড রাখতে হয়। এ ভবনে এসে আমরা তা পাইনি। ম্যানেজারের কাছে চাওয়া হলেও তিনি তা দেখাতে পারেননি। এছাড়া আমরা ভবনটির নকশা দেখতে চাই, সেটাও পাওয়া যায়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, পরে আমরা দেখতে পাই যে নিয়মের বাইরে ভবনটি বর্ধিতভাবে নির্মাণ করা হয়েছে। তাই বর্ধিত অংশটি ভাঙা হয়। এ সময় ভবন ম্যানেজারকে ইমারত বিধিমালা আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
Leave a Reply