চট্টগ্রামের গাউসিয়া গ্রোসারি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে শহিদুল ইসলাম সায়েম (২৫) নামের এক সেনাসদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) ভোরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাউসিয়া গ্রোসারি নামেও ওই প্রতিষ্ঠানে মুখোশ পরা চার অস্ত্রধারী দোকানিকে জিম্মি করে দুই ক্যাশের টাকা ও দামি সিগারেটসহ মালামাল নিয়ে যাচ্ছিল। বাসার সিসি ক্যামেরায় এই দৃশ্য দেখে দোকানির ছোট ভাই সেনাসদস্য সায়েম বাসা থেকে দৌঁড়ে দোকানে আসামাত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, ‘ছুটিতে বাড়িতে আসা সেনাসদস্য সায়েম ডাকাতদের গুলিতে আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply