রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১১.০৩ এএম
  • ২০ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ-লক্ষ্মীপুর জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি  এ.কে.এম আব্দুল হাকিম ’হলুদ সাংবাদিকতার’ বিষয়ে কিছু সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি টসময় বলেন হলুদ সাংবাদিকতার ঐতিহাসিক তাৎপর্য আছে। ১৯ শতকের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুইটি সংবাদপত্র নিউইয়র্ক ওয়ার্ল্ড, নিউইয়র্ক জার্নাল তাদের নিজেদের পাঠক বাড়ানোর জন্য একে অপরের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। হলুদ সাংবাদিকতার মূল বিষয়টি হচ্ছে, অতিরঞ্জিত ও উত্তেজনামূলক সংবাদ প্রচার করা। যে বা যারা সেন্সশন ক্রিয়েট করার জন্য মিথ্যা ও উদ্ভট সংবাদ প্রকাশ করলো। এটাকেই বলা হয় হলুদ সাংবাদিকতা। সাংবাদিকদের দিক নির্দেশনায় তিনি আরো বলেন, সাংবাদিকদের যে আইন তা মেনে সাংবাদিকতা করতে হবে।
সোমবার (২৮ এপ্রিল) সালে জেলা সার্কিট হাউজ কনফারেন্স রুমে জেলা প্রশাসনের আয়োজনে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলরের উপ সচিব আব্দুস সবুর, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা  ( ক্রাইম এন্ড অবস) জেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার। এছারা আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর  জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com