শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কালশি ফ্লাইওভারে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত পদ্মা নদীতে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মুন্সীগঞ্জে ফলের বাক্সের ভেতরে যুবকের খণ্ডিত দেহাংশ উদ্ধার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ শরীয়তপুরের জাজিরায় ব্যাপক সংঘর্ষে হাতবোমার বিস্ফোরণ ঘটনা ছুটি শেষে সরকারি অফিস খুলছে আগামীকাল বরগুনায় মাদক সম্রাজ্ঞী নিরু বেগম গ্রেপ্তার চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় বিএনপি নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

  • আপডেট সময় বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১০.১৬ পিএম
  • ১২ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, নিজস্ব প্রতিবেদকঃ-আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ফকির খালী গ্রামে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ ঢেলে পঞ্চাশ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১ মার্চ) রাতে ভুক্তভোগী দুই ভাই মোঃ দুলাল মুন্সি ও ফারুক মুন্সির পুকুরে প্রতিবেশী মোঃ মহাসিন মৃধা ও-ই পুকুরে বিষ ঢেলে দিয়ে মাছগুলো নিধন করেছেন বলে অভিযোগ ভুক্তভোগী দুই ভাইয়ের। এতে তাদের প্রায় আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী দুই ভাই।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালে মোঃ মতি পঞ্চায়েত এর কাছ থেকে দুলাল মুন্সি ও ফারুক মুন্সি পুকুর সহ ৭৪.৫ শতাংশ জমি ক্রয় করেন। ক্রয়কৃত ও-ই পুকুরে গত তিন বছর ধরে রুই, কাতলা, চাইনিজ পুটি,পাঙ্গাসসহ বিভিন্ন ধরনের মাছ চাষ করে আসছেন তারা। কিছুদিনের মধ্যে মাছগুলো বিক্রি করার কথা ছিল। প্রতিপক্ষের লোকজন রাতে বিষ দিয়ে পুকুরের মাছগুলো মেরে ফেলেছে। এতে তাদের প্রায় আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী মোঃ দুলাল মুন্সি ও ফারুক মুন্সির অভিযোগ, মতি পঞ্চায়েত এর কাছ থেকে ক্রয়কৃত জমিতে থাকা পুকুরের পাড়া নিয়ে প্রতিবেশী মহসিন মৃধার সাথে পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে। পুকুরে বিষ প্রয়োগ করে চলে যাওয়ার সময় প্রতিবেশী আবুল হোসেন তাকে চিনেফেলে।

প্রতিবেশী আবুল হোসেন বলেন, মঙ্গলবার রাতে গোজখালী বাজার থেকে বাড়ি ফেরার পথে মহসিন মৃধাকে ও-ই পুকুরের পাড়ে দেখেছি। আমার উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়ে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোঃ মহসিন মৃধা বলেন, ‘আমরি এই কাজ করিনি। আমি করলাম নাকি তৃতীয় পক্ষ করল, তদন্ত করে দেখেন বেরিয়ে যাবে।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান আরিফ বলেন, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com