বরগুনা জেলা প্রতিনিধিঃ-বরগুনার বেতাগী উপজেলায় কাজিরাবাদ, সরিষামুড়ি এবং ফুলঝুরি ইউনিয়নের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে
কাসফুল সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকাল ৯ টায় চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয় কাসফুল পাঠাগারের উপদেষ্টা ও কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ এ জেড এম শিমুল এর সভাপতিত্বে মোঃ সাইফুল ইসলাম ( সবুজ) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বেতাগী, বরগুনা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ফজলুল হক বিএসসি, বিএড, প্রধান শিক্ষক, চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয় ।
বিশেষ অতিথি ছিলেন, মোঃ মাহবুবুর রহমান নয়ন, উপদেষ্টা , কাসফুল পাঠাগার। প্রকৌশলী মোঃ অমিদ হাসান, উপদেষ্টা , কাসফুল পাঠাগার।
মোঃ জহিরুল ইসলাম জীবন, উপদেষ্টা , কাসফুল পাঠাগার, প্রমুখ।
কাসফুল সিরাত পাঠ প্রতিযোগিতায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতি মো. এ জেড এম শিমুল বলেন সিরাত পাঠ প্রতিযোগিতা প্রত্যন্ত অঞ্চলের তরুন প্রজন্মের জন্য আদর্শিক জীবন গড়ার মাইলফলক হবে, সিরাত গ্রন্থ পাঠ করার মাধ্যমেই আমরা আমাদের দৈনন্দিন জীবনের সকল সমস্যার সমাধান খুজে পাবার পাশাপাশি এহকাল ও পরকালের শান্তি ও মহান স্রস্টার দয়া ও রহমত পাবো ইনশাআল্লাহ।
এসময় প্রধান আলোচক মো. ফজলুল হক বিএসসি বলেন, সিরাত পাঠ প্রতিযোগিতা এটা কোনো সাধারণ প্রতিযোগিতা না, প্রত্যেক মানুষের উচিত সিরাত গ্রন্থ প্রতিনিয়ত পাঠ করা। এছাড়াও বলেন এই কাসফুল পাঠাগারের লক্ষ, সমাজে আলোকিত ও নিরাপদ মানুষ গড়া, আমি এই কাসফুল পাঠাগারের আগামী দিনে মঙ্গল কামনা করছি।
সিরাত পাঠ প্রতিযোগিতায়
অংশগ্রহণকারী ৩০জন শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয়, ও তৃতীয় বিজয়ী শিক্ষার্থীদেরকে ৫, ৩, ২ হাজার টাকা এবং অন্যান্য প্রতিযোগিদেরকে ৫০০ টাকা নগদ অর্থ পুরষ্কার প্রদান করা হয়।
Leave a Reply